শিরোনাম
পুলিশ কর্মকর্তা রেজাউল করিমের মানবতার দৃষ্টান্ত
বন্দর প্রতিবেদকঃ অসুস্থ স্কুল শিক্ষার্থী হাফসা আক্তারকে হাসপাতালে নিতে গাড়ীর জন্য যখন পরিবারের লোকজন রাস্তায় চিৎকার করছে। ঠিক তখনই অলোকিকভাবে ঘটনাস্থলে হাজির হয়ে নিজের ব্যাক্তিগত গাড়ীটি থামিয়ে রুগীর পাশে এগিয়ে এলেন বন্দর ফাঁড়ি ইনর্চাজ পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম । তাৎক্ষনিক তার নিজের ব্যবহারকৃত গাড়ী দিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যায় ওই পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার ( ১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১ টায় স্কুল শিক্ষার্থী হাফসা আক্তার( ১১) গুরুত্বর অসুস্থ হয়ে পরে। বিদ্যুৎ বিহিন অন্ধকার রাতে রোগীকে নিয়ে বাড়ির লোকজন চিৎকার করে গাড়ী খুঁজছে।
রাস্তায় কোন গাড়ী না থাকায় একজন শিক্ষার্থী হাঠাৎ অসুস্থ্য হয়ে বন্দরে বাগবাড়ি বাস¯ট্যান্ডে রেখে সামনে চিকিৎসা অভাবে ছটফট করতে দেখে। মানবতার দৃষ্টিতে পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম তার ব্যাক্তিগত গাড়ীতে করে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তিনি নিজেই হাসপাতালের দিকে ছুটে চলেন। পরে তিনি অসুস্থ্য শিক্ষার্থীকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে র্ভতি করে রুগীর স্বজনদের বাসায় পৌছে দেয়। হাসপাতালে অসুস্থ্য শিক্ষার্থী হাফসা আক্তার বন্দরের বাগবাড়ি এলাকার মোঃ রিপন মিয়ার মেয়ে বলে জানাগেছে। এ ব্যাপারে ভূক্তভোগী পরিবার গনমাধ্যমকে জানান, পুলিশ জনগণের বন্ধু, তারা নি:স্বার্থে জনগনের উপকার করার দৃশ্য আমার দৃষ্টিতে দেখা প্রথম।
আত্ম মানবতার চরম নজির দেখালেন তিনি। যা আমার নিজের চোঁখে দেখা প্রথম এমন দৃশ্য। পুলিশ জনগণের বন্ধু এরই প্রমান পেলাম নিজের চোঁখে দেখার পর। পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিমের এমন দৃশ্য দেখে উপস্থিত সকলেই তাকে ধন্যবাদ জানান এবং বলেন পুলিশ খারাপদের জন্য আতংক, আর মানবতার সেবাই তারা যে এমন কাজ করে তা নিজেদের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। #