শিরোনাম
বীর মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদের মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
বন্দর প্রতিবেদকঃ বন্দর নবীগঞ্জ রেলাইন এলাকার বীরমুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ এর মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পর্ন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বন্দরের নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে জানাযা শেষে তার মৃতদেহ দাফন করা হয়। এর আগে গত বুধবার (১৩ সেপ্টম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর শাহবাগস্থ সোহরাওয়ার্দ্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অনেক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রেখে গেছেন তিনি। মরহুম বীরমুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ এর কফিনে পুষ্পস্তবক অর্পন করেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা, বন্দর থানা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে,
সাবেক কমান্ডার আব্দুল লতিফ সাবেক ডেপুটি কমান্ডার কাজী নাছির, বীরমুক্তিযোদ্ধা আশ্রাফউদ্দিনসহ বন্দর থানা প্রশাসনসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ । #