শিরোনাম
সাংবাদিক সালামকে প্রাননাশের হুমকিতে বন্দর প্রেসক্লাবের নিন্দা
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সদস্য দেলোয়ারা বেগম মায়া কর্তৃক জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামকে প্রাননাশের হুমকি ঘটনায় র্তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বন্দর প্রেসক্লাবের নেতৃবৃন্দ । বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বন্দর প্রেসক্লাবের সভাপতি হাজী মোবারক হোসেন খান কমল, সাধারন সম্পাদক মহিউদ্দিন সিদ্দিকী ও সহ-সাধারন সম্পাদক জি.এম. সুমন এক বিবৃতি মাধ্যমে এ ঘটনার র্তীব্র নিন্দা জ্ঞাপন করেন তারা।
বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে জানান, জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম সৎ ও সাহসী সাংবাদিক। তিনি র্দীঘ দিন ধরে এটিএন বাংলা ও এটিএন নিউজের সিনিয়র সাংবাদিক হিসেবে অতি সুনামের সাথে কাজ করে আসছেন। সে সাথে তিনি নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
দুঃখের বিষয় আমাদের বলতে হচ্ছে গত বুধবার সন্ধ্যায় প্রধান শিক্ষকের কার্যালয়ে গভর্নিং বডি সভায় সভাপতি চন্দন শীলের উপস্থিতে বদমেজাজী গভর্নিং বডি সদস্য দেলোয়ারা বেগম মায়া কর্তৃক নারায়ণগঞ্জে সিনিয়র সাংবাদিক আব্দুস সালামকে অকথ্য ভাষায় গালাগালিসহ প্রানের হুমকি প্রদান করে। এ ঘটনায় ভ’ক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে সংশ্লিস্ট থানায় জিডি এন্ট্রি করে। গভর্নিং বডি বদমেজাজি সদস্য দেলোয়ারা বেগম মায়া কর্তৃক সাংবাদিক আব্দুস সালামকে প্রান নাশের হুমকির ঘটনায় বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ র্তীব্র নিন্দাসহ বদমেজাজী গভর্নিং বডি সদস্য দেলোয়ারা হোসেন মায়া দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাই। #