শিরোনাম
প্রবাসী ছোট ভাইয়ের ফলজ গাছ কর্তন ও রান্নাঘর ভাংচুর
বন্দর প্রতিবেদকঃ বন্দরে প্রবাসী ছোট ভাইয়ের পৈত্রিক সম্পত্তী দখল করতে ব্যার্থ হয়ে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ কর্তনসহ রান্নাঘর ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে পাষান্ড বড় ভাই মামুনুর রশিদ ও তার স্ত্রী আরিফা বেগমের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসী স্ত্রী ভূক্তভোগী মিলি বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন বিকেলে পাষান্ড ভাসুর ও তার স্ত্রীসহ অজ্ঞাত নামা ৫/৬ জনের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বন্দর উপজেলার মুছাপুর মাষ্টার বাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর উপজেলার মুছাপুর মাষ্টার বাড়ি এলাকার মৃত হাজী জালাল উদ্দিন মাষ্টার জিবীত থাকা অবস্থায় তার সকল সম্পত্তি তার ৫ ছেলে ও ১ মেয়েকে হেবা দলিল মূলে বন্টন করে মৃত্যুবরন করে। বাদিনী শ^শুড় মৃত্যু বরণের পর থেকে হেবা দলিল মূলে প্রাপ্ত সম্পত্তী প্রবাসী সাইদুর রহমান ভোগ দখল করে আসছে। এর ধারাবাহিকতায় অভিযোগের বাদিনী স্বামী সাইদুর রহমান গত ৩ আগষ্ট জিবীকার তাগিদে প্রবাসে যায়।
সাইদুর রহমান প্রবাসে যাওয়ার পর থেকে ভাবি আরিফা বেগমের কুপরামর্শে তার স্বামী মামুনুর রশীদ প্রবাসী ছোট ভাইয়ের স্ত্রীকে তার প্রবাসী স্বামীর ভিটেমাটি থেকে বিতারিত করার জন্য নানা ভাবে হুমকি দামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পাষান্ড ভাসুর মামুনুর রশিদ ও তার স্ত্রী আরিফা বেগমসহ অজ্ঞাত নামা ৫/৬ জন সন্ত্রাসী প্রবাসী সাইদুর রহমানের বসত বাড়িতে অনাধিকার ভাবে প্রবেশ ৫/৭টি বিভিন্ন প্রজাতি ফলজ গাছ কর্তনসহ রান্না ঘরটি ভাংচুর করে ৩০ হাজার টাকা ক্ষতি সাধন করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। #