শিরোনাম
মুরগীর ফার্মে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের দক্ষিণ কুড়ের পাড় এলাকায় মুরগির খামারের অগ্নিকান্ডে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দিবাগত বুধবার ভোর ৪ টার সময়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে করে প্রায় দুই হাজার মুরগির আগুনে পুড়ে মারা যায়।
আলীরটেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ কুড়েরপাড় মোল্লা বাড়ি এলাকার পোল্ট্রি ফার্মের মালিক মৃত আনছার আলী মোল্লার পুত্র আলী মিয়া ওরফে তালেব আলী।
পোল্ট্রি ফার্মে মোট মুরগি ছিল ২০০০ পিছ, প্রতিটি মুরগির ওজন প্রায় ১.৫ কেজি যার আনুমানিক মূল্য ৫ লাখ টাকা এবং ফার্মটির অবকাঠামো ব্যয় হয়েছিল প্রায় ৫ লাখ টাকা ও নগদ ১ লাখ টাকার ১টি বান্ডিল আগুনে পুড়ে যায়। এতে মোট ক্ষতি হয় ১১ লাখ টাকা।
পোল্ট্রি ফার্মের মালিক ও এলাকাবাসী জানান উদ্দেশ্যে প্রনোদিত হয়ে অজ্ঞাত একদল কুচক্রী মহল ফার্মটিতে আনুমানিক ভোর ৪:০০ টার দিকে আগুন লাগিয়ে দেয়।
এতে কৃষকের মোট ক্ষয়ক্ষতির পরিমান হয় প্রায় ১১ লাখ টাকা।
উক্ত ঘটনায় কৃষক যদি ক্ষতিপূরন না পায় তাহলে তাকে রাস্তায় বসতে হবে।
স্থানীয় প্রাণি ও কৃষি সম্পদ মন্ত্রনালয়ে কৃষকের আবেদন তাকে আর্থিক সহায়তা করে পুনরায় ফার্মটি যাতে সে চালু করতে পারে সেজন্য আর্থিক সহযোগিতার জোর দাবী জানান।
সচেতন মহল ফার্মটিতে অগ্নিসংযোগ কারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান। #