নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   মহানগর   বন্দরে ২৯টি পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তে চলছে তুলির ছোয়া
উৎসব প্রস্তুতি / বন্দরে ২৯টি পূজামন্ডপে চলছে শেষ মুহুর্তে চলছে তুলির ছোয়া
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলার প্রতিটি পূজামন্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের প্রস্তুুতি। মন্দির গুলোতে প্রতিমা তৈরির কারিগররা রাত জেগে কাজ করে যাচ্ছে। এখন চলছে রং তুলির কাজ। এ বছরে বন্দর উপজেলার ২৯টি মন্ডপে দূগার্পূজা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের ১৩টি ও সিটি কপোর্রেশনের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের ১৩টি মন্ডপে দূগোর্ৎসব অনুষ্ঠিত হবে। আগামী ৪ অক্টবর দূগার্দেবীর বোধন, আমন্ত্রন, অধিবাসের মাধ্যমে ঢাকাঢোল, কাশি, বাঁশি বাজবে প্রতিটি পূজামন্ডপে। আনন্দনঘন ও প্রানবন্ত পরিবেশে চলছে কারিগরি শিল্প নৈপূর্ন।
নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশনের বন্দরে পূজামন্ডপ গুলো হলো, নারায়ণগঞ্জ সিটি কপোর্রেশন ২৬ নং ওয়ার্ডের ১নং ঢাকেরশ্বরী দেব মন্দির, ২৩ নং ওয়ার্ড শ্রী শ্রী কৃষ্ন ও শিব মন্দির, একরামপুর জেলেপাড়া শ্রী শ্রী দূর্গা মন্দির, সনাতন সেবা সংঘ, ২২ নং ওয়ার্ডে বন্দর বাজার শ্রী শ্রী সার্বজননী দূগার্ মন্দির, বাবুপাড়া গোপীনাথ জিওর আখরা, বাবুপাড়া শ্রী শ্রী লাল জি মন্দির, শ্রী শ্রী বৃন্দবন চন্দ্রের মন্দির, র‍্যালী লেজার্স সাবজনীন দূর্গা পূজা মন্ডপ, আমিন আবাসিক সাবজনীন দূর্গা পূজা মন্ডপ ও জামাইপাড়া প্রজন্ম দূর্গা পূজা মন্ডপ,  র‍্যালী ও লেজারার্স সার্বজনীন দূর্গা পূজা মন্দির,২১ নং ওয়ার্ডে বন্দর বাবুপাড়া বৃন্দবন চন্দ্রের মন্দির দূর্গা পূজা মন্ডপ ও সোনাকান্দা ঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালি মন্দির ও ১৯ নং ওয়ার্ড মদনগঞ্জ শ্রী শ্রী লাল জিউর আখড়া।
এবং বন্দর উপজেলার ৪টি ইউনিয়নের পূজা মন্ডপ গুলো হলো, ধামগড় ইউনিয়ন পরিষদের আড্ডা শ্যামপুর এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দির দূগার্পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ রাজঘাট শ্রী শ্রী দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ তিলক যাত্রী নিবাস মাহাতীর্থ লাঙ্গলবন্ধ স্নান উৎসব সেবা কেন্দ্রীয় কমিটি দূগার্পূজা মন্ডপ,
লাঙ্গলবন্ধ জয়কালী মন্দির যুব সংঘ দূগার্ পূজা মন্ডপ, জহরপুর মুনিষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ, লাঙ্গলবন্ধ প্রেমতলা স্বামী দ্বিগবিজয় ব্রক্ষচারী আশ্রম দূগার্ পূজা মন্ডপ, দাঁশেরগাওস্থ গোবিন্দকুল শিব ও দূর্গা মন্দির সেবা, দাঁশেরগাও গোবিন্দকুল শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, বন্দর ইউনিয়ন মিরকুন্ডি ও বিবিজোড়া শ্রী শ্রী পরেশ মহাত্মা আশ্রম দূর্গা পূজা মন্ডপ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের দিঘলদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, সাবদী শ্রী শ্রী রক্ষাকালী মন্দির,শুভকরদী দূর্গা পূজা মন্ডপ, সেলসারদী জিওধরা মুনিঋষিপাড়া শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও চরশ্রীরামপুর শ্রী শ্রী ব্রক্ষা মন্দির ও উপাসনালয় দূর্গা মন্দির। বন্দর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর দাস জানান, দূগোর্ৎসবকে ঘিরে বন্দরে উপজেলার জনপদে আনন্দের হাওয়া বইতে শুরু করেছে। সনাতন হিন্দুধমার্লম্বীরা প্রস্তুতি নিচ্ছে দূর্গা উৎসব পালনের । তিনি আরো জানান, ইতি মধ্যে হিন্দু র্ধমালম্বীরা নতুন জামা কাপড়সহ প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকেটা শুরু করে দিয়েছে। কেউ আবার অশ্রিম শুভেচ্ছাসহ নিমন্ত্রন দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানিয়েছে, শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে পুলিশের টহল জোরদার করা হয়েছে। পতিটি পূজামন্ডপ গুলোতে বারতি নজরদারি বাড়ানো হবে।  পূজামন্ডপ গুলোতে নিরাপত্তা চাঁদুরে ঢাকা থাকবে। এবং প্রতিটি পূজা মন্ডপ গুলোতে সিসি ক্যামারা স্থাপনের জন্য পূজামন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকদের র্নিদেশনা দেওয়া হয়েছে। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বন্দর থানা মিলনায়তনে বন্দর উপজেলা পূজা উদয়াপন কমিটির নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভা হওয়ার কথা রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...