শিরোনাম
আসন্ন শারদীয় দূর্গাপূজায় আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা
বন্দর প্রতিবেদকঃ আসন্ন শারদীয় দূর্গাপূজা/২০২৩ উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় বন্দর থানা পুলিশের আয়োজনে থানা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার খ র্সাকেল শেখ বিল্লাল হোসেন শারদীয় দূর্গাৎসবের শুভেচ্ছা জানিয়ে বলেন, ধর্র্ম যার যার উৎসব সবার।
পূজামন্ডপে সভাপতি/ সাধারন সম্পাদকের দৃষ্টি আর্কষন করে তিনি আরো বলেন, পূজামন্ডপ গুলোতে সিসি ক্যামার বসানোর ব্যবস্থা করতে হবে। পূজা উদযাপনে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেদিকে আমাদের সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা সর্বদা কাজ করছে। কোন বিশৃঙ্খলা দেখা দিলে অবশ্যই আমাদের অথবা ৯৯৯ এ কল দিবেন। প্রতিটি পূজামন্ডপে নিরাপত্তা চাঁদরে ডাকা থাকবে।
বন্দর থানার অফিসার ইনর্চাজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক শিখন সরকার সিপন, বন্দর পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র বিশ্বাস সহ বন্দর উপজেলা/থানার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগন। এ বছর বন্দর থানা/উপজেলায় ২৮ টি পূজা মন্ডপে পূজা উদযাপিত হবে। #