শিরোনাম
বন্দরে ইসরাইলীদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
বন্দর প্রতিবেদকঃ বন্দরে ন্যায্য অধিকার আদায়ে হামাস যোদ্ধাদের শুভ কামনা ও ইসরাইল কর্তৃক গাজায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। শুক্রবার ( ১৩ই অক্টোবর) বাদ জুমা বন্দর থানা উলামা পরিষদের উদ্যোগে এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বন্দর থানা উলামা পরিষদের সভাপতি মুফতী কবির হোসাইন। এসময় বক্তব্য রাখেন মাওলান জাকির হোসাইন কাসেমী সেক্রেটারী উলামা পরিষদ নাঃগঞ্জ জেলা, মুফতী সগীর আহমাদ মুহতামীম শাহজাদী মাদরাসা, মুফতী রিয়াজুল হক ইমাম বন্দর বাসট্যান্ড জামে মসজিদ, মুফতী সালমান রাফিকী ইমাম বন্দর শাহী জামে মসজিদ,
মাওঃ শাহজালাল মুহতামিম বাইতুল ফালাহ মহিলা মাদ্রাসা, মুফতী কামরুল হাসান ইমাম রাজবাড়ী জামে মসজিদ, মুফতী শরীফুল ইসলাম মুহাজেরী ইমাম হাফেজীবাগ জামে মসজিদ, মুফতী বিন ইয়ামীন ইমামকেন্দ্রিয় জামে মসজিদ, মুফতী সাইফুল ইসলাম ইমাম রূপালী জামে মসজিদ, মুফতী মাহবুবুর রহমান ইমাম ছালে নগর জামে মসজিদ, মুফতী রবিউল ইসলাম ইমাম নূরবাগ জামে মসজিদ, মুফতী আব্দুল্লাহ আল-আমীন খতিব আমিন জামে মসজিদ।
বক্তারা বলেন, বিশ্বের সকল মুসলমানদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে ফিলিস্তিনীদের পাশে দাড়িয়ে মুসলমানদের প্রথম কেবলা উদ্ধারের উদাত্ত আহব্বান জানান, পাশা-পাশি বলেন অবৈধ দখলদার ইসরাইল হচ্ছে সন্ত্রাসী রাষ্ট্র। তাই সন্ত্রাসীদের পক্ষ নেওয়ায় ভারত ও আমেরিকার কঠোর সমালোচনা করেন। বক্তারা আরো বলেন, মুসলমানগণ শুধু অস্ত্র ও শক্তির বলে বলিয়ান হয়ে যুদ্ধ করেনা তাদের আসল পুঁজি হল ইমানী চেতনা তাই সকল মুসলমানের উচিৎ ফিলিস্তিনী যুদ্ধাদের জন্য বেশী বেশী দোয়া করা যেন আল্লাহ তাদের বিজয় দান করেন। #