বন্দরে যাথাযোগ্য মর্যাদায় জাতীয় যুব দিবস উদযাপন
বন্দর প্রতিবেদকঃ স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় বন্দর উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা, চেক, ক্রেষ্ট ও প্রশিক্ষন সনদপত্র বিতরণ করা হয়। বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বন্দর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানটি স ালনা করেন বন্দর উপজেলা যুব উন্নয়নের সহকারি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে ২০ জনকে ১৬লাখ ৮০ হাজার টাকা চেক প্রদান, যুব সংগঠনের ১০জন ও ২ জন অত্মকর্মীকে ক্রেষ্ট প্রদান ও ৩০ জনকে প্রশিক্ষনের সদনপত্র বিতরণসহ প্রত্যেক জনকে ৬’শ টাকা করে যাতায়েতের ভাতা প্রদান করা হয়। #