শিরোনাম
ট্যাংকলরির ফার্নেশ অয়েলের বিষাক্ত গ্যাসে এক ভাইয়ের মৃত্যু, ছোট ভাই অসুস্থ্য
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে ট্যাংকলরি ভেতর থেকে ফার্নেশ অয়েল নামাতে গিয়ে বিষাক্ত গ্যাসে আবু সাঈদ নামে এক যুবকের মৃত্যু। এসময় অসুস্থ হয়ে পড়ে তার ছোট ভাই ফাহিম। সকালে গোদনাইল এসও রোডের ডিপো টার্মিনালে এঘটনা ঘটে। নিহত সাঈদ নাজির মিয়ার ছেলে ও ইসমাইলের গাড়ির চালক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্যাংকলরির ভেতরে থাকা তেল সাঈদের ছোট ভাই ফাহিম পরিষ্কার করতে গিয়ে ভেতরে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়ে। তাকে বাচাঁতে গিয়ে সেও অসুস্থ হয়ে পড়ে। পরে আশেপাশের চালক ও হেলপার মিলে তাদের উদ্ধারের ৩শ’ শয্যা খানপুর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাঈদকে মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। #