শিরোনাম
নারায়ণগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নানা আয়োজনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলায় যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে ।
শনিবার (১৬ ডিসেম্বর) প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে চাষাড়ায় নারায়ণগঞ্জ বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শুরু হয়।
এসময় প্রথম প্রহরে সাড়ে ৬টায় তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের প্রথম সূচনা হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) , অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) , সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রমুখ।
এর পরপরই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের নেতৃত্বে শ্রদ্ধা জানায় জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ। এসময় নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম রাসেলের নেতৃত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন), অতিরিক্ত পুলিশ সুপার(ডিবি),অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি),অতিরিক্ত পুলিশ সুপার(ক সার্কেল) সহ জেলা পুলিশ,ইন্ডাস্ট্রিয়াল পুলিশ,পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই),নৌ পুলিশ,ট্রাফিক পুলিশ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়াও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগ, জাতীয় পার্টি, নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স, বিকেএমইএ, জেলা ও মহানগর যুবলীগ, গণসংহতি আন্দোলন, বাসদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি, জেলা নির্বাচন অফিস, জেলা শিল্পকলা একাডেমী, জেলা লেডিস ক্লাব, জেলা মহিলা পরিষদ, উদীচি, নারায়ণগঞ্জ প্রথম আলো বন্ধুসভা সহ জেলার সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ৮টায় ওসমানী পৌর স্টেডিয়ামে পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিএনসিসির অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও জাতীয় সংগীত পরিবেশন। এবং শান্তি, সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে নারায়ণগঞ্জ জেলার সকল মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত করা হবে। স্থানীয় হাসপাতাল, জেলখানা, শিশুসদন, এতিমখানা ও সরকারি আশ্রয়কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। #