সোনাকান্দা ওয়াসা পাম্প পরিচ্ছন্ন নামে কন্ট্রাকটারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
বন্দর প্রতিবেদকঃ বন্দরে সোনাকান্দা হাট সংলগ্ন ওয়াসার পাম্প পরিস্কারের নামে ব্যাপক দূর্নিতী অভিযোগ পাওয়া গেছে পাম্প পরিচ্ছন্ন কন্ট্রাকটার সজিবের বিরুদ্ধে। এলাকাবাসী জানিয়েছে, ওয়াসা কতৃপক্ষের চরম উদাসিনতা ও অব্যবস্থাপনার কারনে সোনাকান্দা হাট সংলগ্ন পাম্প হাউজে নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অভিযোগের প্রেক্ষিতে বুধবার বেলা ১২ টায় ঘটনাস্থল পরিদর্শনে আসলে অপরিস্কার বিষয়টি প্রলোক্ষিত হয়।
সোনাকান্দা এলাকার জনৈক তুহিন নাম এক ব্যাক্তি গনমাধ্যমকে জানায়, মাহামুদনগর এলাকার মোস্তফা মিয়ার ছেলে সজিব মিয়া সিটি কর্পোরেশন থেকে ওয়াসা পাম্প পরিচ্ছন্ন কাজ পায়। কিন্তু দুঃখের বিষয় বলতে হচ্ছে সজিব মিয়া পাম্প হাউজ পরিচ্ছন্ন কাজ পাওয়ার পর থেকে সঠিক ভাবে পাম্প হাউজ পরিস্কার কাজ করছে না। পাম্প হাউজ পরিস্কার না হওয়ার কারনে দুর্গন্ধযুক্ত পানি সেবন করে সিটি কর্পোরেশনের বহু মানুষ ডায়রিয়া, কলেরাসহ বিভিন্ন পানি বাহিত রোগে আক্রান্ত হচ্ছে। এদিকে ওয়াসা পাম্প পরিচ্ছন্ন কন্ট্রাকটার সজিব জানান, শীতলক্ষ্যা নদীর লেয়ার কমে যাওয়ার কারনে পাইপের মাধ্যমে ওয়াসা পাম্প হাউজে প্রচুর পরিমাণ প্লাস্টিক ও কাদা মাটি প্রবেশ করেছে।
বুধবার আমার লোকজন ওয়াসা পাম্প হাউজের তলদেশ থেকে প্লাস্টিক বর্জ্য অপসারন করেছে। আমাদের পাম্প হাউজ পরিস্কার কাজ অব্যহত রয়েছে। এ বিষয়ে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ১৯,২০ ও ২১ নং ওর্য়াডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলী নওশাদ জানান, পাম্প অপরিষ্কার বিষয়টি আমার জানা নেই। আমি সরজমিনে পরিদর্শন করে মেয়র আইভী আপার মাধ্যমে বিষয়টি সমাধানের আশ্বাস প্রদান করেন। এ ব্যাপারে ২০ নং ওর্য়াড ওয়াসা ইন্সপেক্টর জাহাঙ্গীর জানান, পাম্প হাউজ অপরিষ্কার বিষয়টি আমার জানা নেই । বিষয়টি খতিয়ে দেখছি। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য নাসিক মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী নগরবাসী। #