শিরোনাম
নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের লবণাক্ত চোখের জল মঞ্চায়িত হবে শুক্রবার
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী শুক্রবার ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ নাট্যাঙ্গনের ৫৩ তম প্রযোজনা লবণাক্ত চোখের জল মঞ্চায়িত হবে। নাটকটি রচনা করেছেনরফিকুল ইসলাম ওস্তাদজী। নির্দেশনা ও পরিচালনা করেছেন শাহজালাল মন্ডল। শুক্রবার
শহরের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনে সন্ধ্যা ৬.০০ টায় নাটকটি মঞ্চায়িত।
শাহজালাল মন্ডল পরিচালনায় লবণাক্ত চোখের জল নাটকে বাবা’র চরিত্রে অভিনয় করেছেন দেলোয়ার হোসেন দেলু, অভিনেতা পুষ্পিতা, রতন চরিত্রে খবির আহমেদ, আশু চরিত্রে মামুন খান, দুলু চরিত্রে মোঃ হানিফ,
সখিনা চরিত্রে ইতি, সখিনা -২ চরিত্রে নয়নী রাণী সাহা, স্বপন চরিত্রে মাইনুদ্দীন মানিক, টানু চরিত্রে মাইনুদ্দীন মানিক। নাটকের
আবহ সংগীত পরিচালনা করেছেন মনির হোসেন, নৃত্য পরিচালক আহসান হেলাল।
নট্যমঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ সহ – সভাপতি হাজী মমতাজুল হক বাবুল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিথ থাকবেন জন জনে নাট্য সম্প্রদায় দলপতি বাহাউদ্দিন বুলু,
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলী সদস্য বাবু উত্তম কুমার সাহা,
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা : আতিকুজ্জামান সোহেল, নারায়ণগঞ্জ নাট্যশিল্পী কল্যাণ সমিতি সভাপতি এস এম ইকবাল রুমি,
সম্মিলিত নাট্যকর্মী জোট নারায়ণগঞ্জ এর সভাপতি মোঃ শাহাজাহান সরকার, মাসদাইর থিয়েটারের সভাপতি মোঃ হাবিবুর রহমান, সৃষ্টি গ্রুপ থিয়েটারের এর প্রতিষ্ঠাতা এম আর হায়দার রানা,
সাকসেস হিউম্যান রাইটস সোসাইটি চেয়ারম্যান
সোবহান বেপারী, বিশিষ্ট দলিল লিখক ও সমাজ সেবক মোঃ আবু হোসাইন,
বিশিষ্ট আইনজীবী এডভোকেট এস এম গালিব , । বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন এর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দেলু, সঞ্চালনায় থাকবেন নারায়ণগঞ্জ নাট্যাঙ্গন যুগ্ম সাধারণ সম্পাদক মামুন খান। #