আনন্দ উদ্দীপনায় নারায়ণগঞ্জে বড়দিনের উৎসব পালন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ যথাযোগ্য মর্যাদায় নারায়ণগঞ্জের দুইটি গীর্জায় বড়দিন উৎসব পালিত হচ্ছে। দিনটি উপলক্ষে শহরের বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গীর্জায় এবং সিরাজদ্দৌলা রোডের কালিরবাজার এলাকায় ব্যাপ্টিস্ট চার্চে পার্থনা সভা, কেক কাটা, কীর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়েছে।
ক্রিসমাস ট্রি আলোক সজ্জিত করা সহ দুইটি গীর্জাকেই সাজানো হচ্ছে বর্ণিল সাজে।সকাল আটটা থেকেই নারায়ণগঞ্জের সকল খ্রীষ্টান ধর্মাবলম্বীরা নতুন পোশাক পড়ে পরিবার পরিজন নিয়ে যীশু খ্রীষ্টের আরাধনা ও প্রার্থনা করতে ছুটে আসেন গীর্জায়।
বেলা এগারোটায় সাধু পৌলের গীর্জায় নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান চন্দ্রনশীল কেক কেটে বড়দিন উৎসবের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা খ্রিস্টান অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ সহ জেলা প্রশাসন ও পলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। #