শিরোনাম
বৈশাখী টিভির ১৯ বছর পদার্পণে নানা কর্মসূচি পালন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মুক্তিযুদ্ধের চেতনায় পথচলা বৈশাখী টেলিভিশনের আজ ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮ বছর পূর্ণ করে ১৯ বছর শুরু।
নারায়নগঞ্জে জনপ্রিয় টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশনের ১৯ বছরে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার সকালে নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে কেক কাটেন বিশিষ্টজনরা। বৈশাখী টেলিভিশনের নারায়নগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় আলোচনা শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্রন শীল,
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়ন-১ এস বি ক্যাবল অপারেটরের স্বত্বাধিকারী আ্দুল করিম বাবু, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ রুমন রেজা, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মীথ, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোশিয়েশনের সাবেক সভাপতি শফিউদ্দিন বিটু, সিনিয়র সাংবাদিক ছড়াকার ইউসুফ আলী এটম, নারায়ণগঞ্জ জেলা কমিউনিষ্ট পার্টির সভাপতি হাফিজুর রহমান, ঢাকা রিপোটার্স ইউনিটি ও ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের নেতা সিনিয়র সাংবাদিক হাসান আরিফ, নারায়নগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সদস্য নাহিদ আজাদ, অনলাইন নিউজ পোটাল লাইভ নারায়ণগঞ্জের সম্পাদক কামাল হোসেন,
প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ফখরুল ইসলাম, দেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি বিল্লাল হোসাইন, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, দৈনিক সংবাদ চর্চার নির্বাহী সম্পাদক সীমান্ত প্রধান, বন্দর ক্লাব লিমিটেড এর সভাপতি জিয়াউল হাসান শিশু।
কেক কাটা ও আলোচনার পূর্বে স্কাউটদের সমন্বয়ে বিশিষ্টজনদের নিয়ে একটি র্যালি নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে শুরু করে। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছে।
বক্তারা বৈশাখী টেলিভিশনে প্রচারিত সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানিয়ে আশা প্রকাশ করেন আগামীতে আরো ভাল ভাল অনুষ্ঠানের আয়োজন করবে। #