শিরোনাম
লায়ন্স ক্লাবের রিক্সা ভ্যানগাড়ি সেলাই মশিন বিতরন সহ ১০০০ মানুষকে সহায়তা প্রদান
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশ এর উদ্যোগে প্রায় একহাজার অসহায় মানুষের মাঝে সেবা প্রদান করা হয়েছে। সেবামূলক কার্যক্রমে সেলাই মেশিন, রিক্সা, ভ্যানগাড়ি, শীতবস্ত্র কম্বল, ক্যান্সার রোগিকে নগদ টাকা সহ শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরন করা হয়। এসময় মানুষের মাঝে স্বাস্থ্যসেনা, চক্ষু পরীক্ষা দন্ত পরীক্ষা সহ চিকিৎসা সেবা দেওয়া হয়। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর নবীগঞ্জ প্রাইমারী স্কুল মাঠে এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এসময় লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ এর চেয়ারপার্সন লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব সহ মাল্টিপল ডিস্ট্রিক্ট ও ডিস্ট্রিক্ট নেতৃবৃন্দরা এসময় উপস্থিথ ছিলেন। এ সেবামূলক কর্মসূচীতে ১২ টি ক্লাব লায়ন্স ক্লাব অব ঢাকা দিপিকা, লায়ন্স ক্লাব অব নিটকনসার্ন, লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ, লাটয়ন্স ক্লাব অব মহাখালিনা ফ্রেন্ডস,লায়ন্স ক্লাব অব ঢাকা পারিজাদ,
লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেন, লায়ন্স ক্লাব অব রায়ান্স,লায়ন্স ক্লাব অব ঢাকা শাপলা,লায়ন্স ক্লাব অব ঢাকা সুরভী, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ, লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ সিটি, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ লিভার্টি, লায়ন্স ক্লাব অব ঢাকা নারায়ণগঞ্জ ওয়ারিয়র্স অংশ গ্রহন করেন। এসময় ১২ টি লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ সহ সদস্যরা উপস্থিতি ছিলেন।
এ সেবামূলক কর্মসূচীতে ১০০০ হাজার শীতবস্ত্র কম্বল, ২টি রিক্সা, ২ টি ভ্যানগাড়ি, ১২ টি সেলাই মেশিন, ৫০০ স্কুল ব্যাগ, ক্যান্সার রোগিকে নগদ একলাখ টাকা সহায়তা প্রদান করা হয়। #