বন্দরে নারী কাউন্সিলরকে নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন কাউন্সিলর জোহা
বন্দর প্রতিবেদকঃ নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর সোনিয়া সাউদের দায়েরকৃত শারীরিক নির্যাতনের মামলায় জামিন পেয়েছে বন্দরের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর সামছুজোহা। সোমবার (১১ মার্চ) আমলী আদালত-৬ থেকে তিনিসহ এ মামলায় আরো ২জন জামিন লাভ করেন। জামিনপ্রাপ্তরা হলো কাউন্সিলর সামছুজোহা ও তার ভাই জাহাঙ্গীর ও রিপন ওরফে অটো রিপন।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যার পূর্বে বন্দরের ঢাকেশ্বরী বাজারে সংরক্ষিত মহিলা কাউন্সিলরকে শারীরিক নির্যাতনের ঘটনাটি ঘটে। নাসিক ২৬নং ওর্য়াড কাউন্সিলর সামছুজ্জোহা, তার ভাই জাহাঙ্গীরসহ তার বাহিনীর হামলায় সচিব মো: নাঈমও আহত হয়েছে।
এ ব্যাপারে নির্যাতিত নারী কাউন্সিলর ঘটনার ওই রাতেই বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। এ বিষয়ে কাউন্সিলর জোহা বলেন, আমার বিরুদ্ধে দায়ের করা মামলা মিথ্যা। আমি আদালত থেকে জামিন পেয়েছি।#