শিরোনাম
চাঁদ দেখা গেছে ১২ মার্চ প্রথম রোজা, ৬ এপ্রিল পবিত্র শবে কদর
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামী কাল ১২ মার্চ থেকে রোজা শুরু। সে হিসেবে আগামী ৬ এপ্রিল (শনিবার) দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে।
সোমবার ১১ মার্চ বাদ মাগরিব (সন্ধ্যা সাড়ে ৬টা) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান।
বৈঠক শেষে ধর্মমন্ত্রী সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি সবাইকে সিয়াম সাধনা করে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার রাতেই এশার নামাজের পর ধর্মপ্রাণ মুসলমানরা প্রথম দিনের সালাতুত তারাবিহ নামাজ পড়েছেন।
ঢাকা বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৫১ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
রাজশাহী বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৫৭ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ১৭ মিনিট।
চট্টগ্রাম বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৪৬ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ৪ মিনিট।
খুলনা বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৫৫ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ১৩ মিনিট।
বরিশাল বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৫২ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
সিলেট বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৪৪ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ০৪ মিনিট।
রংপুর বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৫৫ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিট।
ময়মনসিংহ বিভাগে ১ম রোজার সাহরি শেষ সময় ভোর রাত ৪ টা ৫০ মিনিট ও ইফতারের সময় সন্ধ্যা ৬ টা ১০ মিনিট।
সভায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা. বশিরুল আলম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কাউসার আহাম্মদ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম, সিনিয়র উপপ্রধান তথ্য কর্মকর্তা মো. আবদুল জলিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমীন, ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আমিনুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো.
আজিজুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সহকারী পরিচালক মো. নাজিম উদ্দিন, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রশীদ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সোমবার প্রথম রোজা শেষ হয়েছে। গতবছর রমজানে দিন ছিল বড়। প্রচণ্ড গরমের মধ্যে রোজা রাখতে হয়েছে। এবার শুরু থেকে কিছুটা স্বস্তি পাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। কারণ প্রচণ্ড গরম শুরু হতে পারে রোজার শেষ দিকে। #