বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলনের প্রস্তুতিতে কর্মী সভা
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার ৮ম সম্মেলন নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত। মঙ্গলবার ০২ এপ্রিল বেলা ১১:৩০ এ জেলা সভাপতি ছাত্রনেতা ফারহানা মানিক মুনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছাত্রনেতা সৃজয় সাহার সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।”দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল হোন।
গণতান্ত্রিক শিক্ষাঙ্গন ও সমাজ প্রতিষ্ঠায় সরকারি তোলারাম ও মহিলা কলেজসহ সকল ছাত্র ছাত্রী সংসদ নির্বাচন আদায়ে ঐক্যবদ্ধ হোন” ডাক কে সামনে রেখে আগামী ০৯-১০ মে ৮ম জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করে ৭১সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুত কমিটি গঠন করা হয়।
কমিটি পরিচিতি-
আহবায়ক – ফারহানা মানিক মুনা
যুগ্ম আহবায়ক – সাঈদুর রহমান
সদস্য সচিব – সৃজয় সাহা
সাংগঠনিক উপকমিটি:
আহবায়ক – সৌরভ সেন
যুগ্ম আহবায়ক – অপূর্ব রায়
সদস্য সচিব – মুক্ত শেখ
অর্থ উপকমিটি:
আহবায়ক – মৌমিতা আক্তার
যুগ্ম আহবায়ক – শাহিন মৃধা
সদস্য সচিব – জান্নাতুল ফেরদৌস নিসা
প্রচার উপকমিটি:
আহবায়ক – সাকিব হাসান সানি
সদস্য সচিব – রাতুল দেওয়ান
ব্যবস্থাপনা উপকমিটি:
আহবায়ক – মোমেন হাসান প্রান্ত
যুগ্ম আহবায়ক – ইউশা ইসলাম
সদস্য সচিব – সায়হাম আযমি
দলিল-দস্তাবেজ উপকমিটি:
আহবায়ক – তাইরান আবাবিল রোজা
যুগ্ম আহবায়ক – ইসমাঈল রহমান
সদস্য সচিব – আসাদুজ্জামান।#