জানাজা / দেশনেত্রী খালেদা জিয়ার জানাজায় জাসাস কেদ্রীয় ও না’গঞ্জের নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন ও সাবক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বুধবার (৩১ ডিসেম্বর) সম্পূন হয়েছে। বেলা ৩টা বাজে ৩ মিনিট জানাজা শুরু হয়। জানাজায় অংশ নিতে রাজধানীসহ দেশের বিভিন এলাকা থেকে লক্ষ লক্ষ মানুষ সমবত হন।

জানাজার সময় মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশর এলাকা, বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগট, শাহবাগ ও মাহাম্মদপুর পর্যন্ত মানুষের ঢল লােক লােকারণ্য হয়ে ওঠে।
জাতীয় মসজিদ বায়তুল মােকাররমের খতিব মুফতি মাহাম্মদ আবদুল মালেক জানাজায় ইমামতি করেন। জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ, জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহায়ক নাহিদ ইসলামসহ বিভিন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কুটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নন।
জানাজার আগে উপস্থিত জনতার কাছ মায়ের জন্য দােয়া কামনা করেন তারেক রহমান। তিনি বলেন, “দােয়া করবেন, আল্লাহ যেন উনাকে বেহশত নসিব করেন।”
এ সময় বাংলাদশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন-জাসাস কেদ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হােসন রােকন, যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি, সদস্য শাহ্ মাঃ বিল্লাল হােসন, মিজানুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর সাংস্কৃতিক জােটর সভাপতি হারুন অর রশিদ খান মুকুল,

নারায়ণগঞ্জ জেলা জাসাসের সহ-সভাপতি হাজী শহিদুল ইসলাম রিপন, মনসুরুল হক মনি, সিনিয়ির যুগ্ম সম্পাদক আলমগীর হােসন রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলর আহবায়ক কমিটির সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, দপ্তর সম্পাদক এম এ হালিম মুসা, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মাঃ সাজ্জাদ হােসন, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম সজিব, বদর থানা জাসাসের যুগ্ম সম্পাদক ইমরান হােসেন মুন্না, কাশীপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক রহিম হােসেন বাবুল, নারায়ণগঞ্জ মহানগরর ১৪ নং ওয়ার্ড জাসাস যুগ্ম আহায়ক হারুন অর রশিদ, সদস্য শুক্কুর মজুমদার জানাজায় অংশগ্রহণ করন। #



