প্রধানমন্ত্রীর কাছে শিশু সহ সকল হত্যাকান্ডের বিচার চাইলেন- মেয়র আইভী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদাপনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন চিত্রাংকন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার বিকেলে শহরে শেখ রাসেল নগর পার্কে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । শেখ রাসেল জন্মদিন বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫শ ছাত্রছাত্রী শিশু কিশোর অংশ গ্রহন করেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী বলেছেন, শেখ রাসেল সহ বঙ্গবন্ধুর পরিবারকে নির্মমভাবে যারা হত্যা করেছে। তাদের আমরা ঘৃনা করি। ইতিহাসে এই বর্বর খুনিদের যঘন্য অপরাধ সমগ্রজাতি মনে রাখবেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ সহ সারা দেশের সকল হত্যাকান্ডের বিচাই চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে মানবতার জননী উল্লেখ করে মেয়র আইভী বলেন, শেখ রাসেল হত্যার যেমন বিচার হয়েছে তেমনি মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে সকল শিশু সহ সারা দেশের সকল হত্যা কান্ডের বিচার চাই।আলোচনা শেষে শেখ রাসেলের জন্মদিন উপযাপনে শিশু কিশোরদের নিয়ে কেক কাটা হয়। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরস্কার বিতরন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী। #
নারায়ণগঞ্জের খবর
সময়ঃ ০৩ঃ০০ পি/এম
১৮-১০-২০২২