অভিযোগ পেলেই ব্যবস্থা নিবে সংবাদ সম্মেলনে দুদক
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ অভিযোগ পেলেই ব্যবস্থা নিবে, নারায়ণগঞ্জের সংবাদ সম্মেলনে জানালেন দুদক। সরকারি, আধাসরকারি, স্বয়ওশাসিত প্রতিষ্ঠানের পরিষেবা দক্ষ ও কার্যকর উপায়ে প্রাপ্তি নিশ্চিতকরণ ও সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা মূল্যবোধের মান বজায় রাখা এবং কোন ব্যক্তি অনুপার্জিত আয় ভোগ করতে না পারে এই লক্ষ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আগামী ৬ই জুন নারায়ণগঞ্জের শিল্পকলা একাডেমিতে গণশুনানি আয়োজন করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক।
দুর্নীতি দমন কমিশনের গণ শুনানি আয়োজন উপলক্ষে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, দুর্নীতি দমন কমিশনের নারায়ণগঞ্জের কার্যালয়ের উপ পরিচালক মইনুল হাসান রওশানী। এ সময় আরো উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক ওমর ফারুক, দুদকের জেলা কমিটির সভাপতি মাজাহার হোসেন মাজুম, সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন। দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মইনুল হাসান রওশানী জানান, দুর্নীতি উন্নত রাষ্ট্র বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। তাই দুর্নীতি দমন কমিশন সমাজ থেকে দুর্নীতির নির্মূলে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। গণশুনানীর মাধ্যমে জনগণের হয়রানি ও দুর্নীতিমুক্ত সরকারি পরিষেবা প্রধান নিশ্চিত করা হবে। সরকারি কর্মকর্তাদের সেবা প্রধানের স্বচ্ছতা, জবাবদিহিতা ও আন্তরিকতা আনার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা সদরের বিভিন্ন সরকারি, আধাসরকারি,
স্বয়ওশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সেবা প্রাপ্তির বিষয়ে গন শুনানি আয়োজন করা হবে। এছাড়া কেউ চাইলে দুদকের ফর্মে লিখিত অভিযোগ করতে পারবে, কেউ চাইলে অভিযোগকারীর পরিচয় গোপন রাখতে পারবে। তাছাড়া দুদকের হট ১০৬ লাইনে অভিযোগ করতে পারবে। ইতিমধ্যে অভিযোগ সংগ্রহ করা হচ্ছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত ও উপর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানান।দুদক আরো জানান, একজন ব্যক্তি অবৈধ ভাবে কি কি অর্জন করেছে এবং অবৈধ সম্পদের বিষয়ে দুদক প্রথমে অনুসন্ধান করবে পরবর্তীতে আইনিনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। #