শিরোনাম
মতবিনিময় সভা / ব্যাবসায় সমস্যা ও উত্তরণের পন্থা মতবিনিময় সভা অনুষ্ঠিত
তরিকুল ইসলাম ফরহাদ – নারায়ণগঞ্জের খবর রিপোর্টঃ ইন্ড্রাষ্টিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফার ফাউন্ডেশন এর উদ্যোগে ব্যাবসায় সমস্যা ও উত্তরণের পন্থা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জানুয়ারী সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবণের ৩য় তলায় সিনেমন রেষ্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক গোলাম সারোয়ার সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, (BIWF) এর জেনারেল সেক্রেটারী ডাঃ আনোয়ারুল আজীম।
এসময় প্রধান অতিথি ডাঃ আনোয়ারুল আজীম বলেন, যারা ক্ষুদ্র ব্যাবসায়ী আছে তাদের যেন বেসরকারি এইসব সংগঠন থেকে যেন আর্থিক রিনের ব্যাবস্থা করে দেওয়া হয়।কারন উল্লেখ করে জানান যাদের ব্যাবসা প্রতিষ্ঠান ক্ষুদ্র তাদের ব্যাংক রিন দেয় না যার ফলে এই দেশের এই অবস্থায় বেশিরভাগ ব্যাবসায়িরা অনেকটাই হতাশায় দিন পার করছে।

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যে বর্তমান পরিস্থিতি দেশজুরে ক্ষুদ্র ব্যাবসায়ীদের ধস নেমে যাওয়ার অন্যতম কারন হচ্ছে তারা কোন প্রকার অর্থ সহায়তা পাচ্ছে না বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে সরকারি খাতেও মিলছে না তাদের কোন রকম আর্থিক সহায়তা। তাই যারা ক্ষুদ্র ব্যাবসায়ী আছে তারা তাদের ব্যাবসা টিকিয়ে রাখার জন্যে অধিক সুদে ঋন নিতে বাধ্য হচ্ছে যার ফলে দেখা যাচ্ছে তারা পুনরায় ক্ষতির সম্মুখীন হচ্ছে পরবর্তীতে তাদের ব্যাবসার পুজি টিকিয়ে রাখা কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত অংশগ্রহণকারী ব্যাবসায়ীরাও বক্তব্য রাখেন তারা এই ব্যাবসার সমস্যার অধিক কারন অতীতের সরকার ও কিছু অদৃশ্য সিন্ডিকেট ব্যাবসায়ীদের দায় করে কড়া সমালোচনা করেন। #



