শিরোনাম
দীর্ঘ এক মাস যাবত রাজিব আলী নিখোঁজ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ গত এক মাস যাবত নিখোঁজ রয়েছে ড্রাইভার রাজিব আলী। রাজিব আলী দীর্ঘদিন যাবত ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্কের পীরজাদাদের গাড়ি চালক ছিলেন। গত মে মাসের ১৯ তারিখ নবাববাড়ি কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়। এর পর বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে তার কোন সন্ধান পাওয়া যায়নি। নাটোর রাজিব আলীর পরিবারের সাথে যোগাযোগ করা হলে তার পরিবার অস্বীকার করে জানিয়েছে সে বাড়িতে যায়নি।
এসময় রাজিব আলী তার ব্যাবহৃত মোবাইল নাম্বারটি বন্ধ করে রেখে কিছু সময় সেই সীমটি চালু করে, আবার নবাববাড়ির কেউ ফোন করলে সাথে সাথে ফোনটি বন্ধ করে দেয়। তার এমন আচরনে তার কর্মস্থল নবাববাড়ি পরিবারের সদস্যের মাঝে বিভ্রান্তের সৃস্টি হয়েছে। রাজিব শুধু ঐ পরিবারের গাড়ি চালক না পরিবারের একজন সদস্যের মত আদর যন্তে ছিল।
রাজিব আলীর সম্মানের দিকে তাকিয়ে তার বিরুদ্ধে এখনও কোনরকম আইনী পদক্ষেপ নেওয়া হয়নি। ধারনা করা হচ্ছে রাজিব আলী চতুরতার চরিত্র ফলানোর জন্য মালিকপক্ষের সাথে উদ্দেশ্য প্রনদিত ভাবে এমন রহস্যজনক আচরন করে আসছে। #