শিরোনাম
নিহত পারিবারের পাশে দাঁড়ালেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পারিবারের খোঁজ খবর নেওয়া, দোয়া ও আর্থিক সহযোগিতা করেছে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ।
১০ আগস্ট জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসময় উপস্থিত ছিলেন ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা মঈন উদ্দিন আহমদ ও মহানগরীর আমীর আবদুল জব্বার সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ। এ সময় মাদানি নগর এর শহীদ ইরফান,পাইনাদি নতুন মহল্লার শহীদ মোস্তফা কামাল রাজু ও হাউজিং এলাকার হৃদয় মিয়ার পরিবার উপস্থিত ছিলেন। গত ৯ আগস্ট এ কর্মসূচী পালন করা হয়।
এদিকে ১০ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া সুমাইয়া ১৮ এর পরিবারের খোঁজ খবর নেন নগদ অর্থ সহায়তা করেন। এসময় শহীদ পারিবারের খোঁজ খবর নেওয়া, দোয়া ও সহযোগিতা করেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা মঈন উদ্দিন আহমদ ও মহানগরীর আমীর আবদুল জব্বার সহ অন্যান্য জামায়াত নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২০ জুলাই নিজের ভাড়া বাসা পাইনাদি দোয়েল চত্বর এলাকায় ৫ তলার উপরে গুলিতে শহীদ হোন। ২ মাসের মেয়ে সোয়ায়বাকে ঘুম পাড়িয়ে ৫ তলার জানালায় দাড়িয়ে ছিলেন। হেলিকপ্টার থেকে র্যাবের গুলিতে জানালার গ্রীল ভেদ করে সে শহীদ হোন।
একই দিনে ১০ ম শ্রেনীর ছাত্র ভূইঘর এলাকার শহীদ আদিল এর পরিবারের সাথে সাক্ষাৎ শেষে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখছেন
জামায়াতের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর আমির আবদুল জব্বার কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা মঈন উদ্দিন আহমদ, নারায়ণগঞ্জ জেলা জামায়াতের আমির মুমিনিল হক, মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার, জেলা সেক্রেটারী জাকির হোসাইন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি হাফেজ আব্দুল মোমিন প্রমুখ। #