নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   রাজনীতি   সংবিধান যে ক্ষমতার মসনদ বানিয়েছে, তাতে যেই বসে সেই স্বৈরাচারী হতে পারে – জোনায়েদ সাকি
গণসংলাপ / সংবিধান যে ক্ষমতার মসনদ বানিয়েছে, তাতে যেই বসে সেই স্বৈরাচারী হতে পারে – জোনায়েদ সাকি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘সংবিধান যে ক্ষমতার মসনদ বানিয়েছে, তাতে যেই বসে সেই স্বৈরাচারী হতে পারে। কারন সমস্ত ক্ষমতা একজনের হাতে কেন্দ্রীভূত। উপরে আল্লাহ আর নিচে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তার কোন জবাবদিহিতা নেই। জনগনের নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা হতে হবে সীমিত। অথচ উল্টো সব ক্ষমতা দেয়া হয়েছে প্রধানমন্ত্রীর হাতে। তাই তারা আমাদের বুড়ো আঙুল দেখায়।

মানুষের ক্ষমতা হচ্ছে ভোট, তাই সেটাই বার বার কেড়ে নিতে চেয়েছে, ভোটের অধিকার ক্ষুন্ন করেছে। জনগনের নির্বাচিত প্রতিনিধি জনগনের অধীনে থাকবে সেই ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় বৈষম্যহীন রাষ্ট্র নির্মান ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় আয়োজিত গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। জেলা সমন্বয়ক তরিকুল সুজনের সভাপতিত্বে ও নির্বাহী সমন্বয়ক অঞ্জন দাসের সঞ্চালনায় সংলাপে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
তিনি বলেন, বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যাতে কেউ আগামীতে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদ, মাফিয়াতন্ত্র কায়েম করতে না পারে। তার জন্য প্রথম শর্ত হচ্ছে ক্ষমতার ভারসাম্য। আওয়ামী লীগ আমলে বিরোধী মতের নেতাকর্মীদের নামে লাখো মামলা দেয়া হয়েছে। বাড়িতে থাকতে দেয়া হয়নি। এটা কোন গণতন্ত্র না। আমরা এমন গণতন্ত্র চাই যেখানে সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকলে সংখ্যালঘিষ্ঠরা মর্যাদা নিয়ে থাকতে পারেন। সকল নাগরিক যেন তাদের মর্যাদা পায়।
সাকি আরও বলেন, আমরা বলেছি ২ বারের বেশী কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। দেশের স্থানীয় সরকারকে শক্তিশালীকে করতে হবে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রধানমন্ত্রীকে জবাবদিহির আওতায় আনতে হবে। বিচার বিভাগকে নির্বাহী বিভাগ নিয়ন্ত্রণ করতে পারবে না। বিচার বিভাগ হতে হবে স্বাধীন।
সংসদে এখন সব হাততোলা এমপি। কারন বিপরীতে ভোট দিলেই মেম্বারশীপ বাতিল। সরকার গঠন আর বাজেট ব্যাতিত সমস্ত ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ বাতিল করতে হবে। যেন এমপিরা জনগণের স্বার্থে দলের সিদ্ধান্তের বিরোধিতা কর‍তে পারে। এভাবে সরকার, বিচার বিভাগ ও সংসদে জনগণের স্বার্থ রক্ষা করতে হবে। তাহলে আর কেউ চাইলেই আপনার আমার গলা চেপে ধরতে পারবে না।
গণসংলাপে অন্যান্যদের ভেতর বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়ক আবুল হাসান রুবেল, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, খেলাফত মজলিসের মহানগর সেক্রেটারি ইলিয়াস হোসাইন, জেএসডির মহানগর সভাপতি মোতালেব মাস্টার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সেক্রেটারি মাহমুদ হোসেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...