নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক- রাজীব আহসান
জনগনের অধিকার / বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক- রাজীব আহসান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশে অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। আমরা কী একবারও বলেছি সংস্কার চাই না। আপনারা ছয় মাস ধরে আছেন। এখনও তো বলতেই পারছেন না আপনারা কী করতে চান। বর্তমানে আপনারা অন্যের প্রেসক্রিপশনে চলছেন। বিএনপি সংস্কার চায়, দ্রুত সংস্কার চায়। বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।

মঙ্গলবার ২১ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া ডনচেম্বার এলাকায় মেডিস্টার হাসপাতাল প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো। মানুষ এগুলো ভালোভাবে নেয় না। এই ২৪ এর আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের এ দিন পর্যন্ত এ সরকার সঠিক শহীদ ও পঙ্গুদের সংখ্যাটাও বলতে পারল না।আমরা প্রথম থেকে বলছি এ পরিবারগুলো জীবন দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করেছে৷ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য তারা জীবন দিয়েছে। এ পরিবারগুলোকে পুনর্বাসন করুন। অথচ এখনও প্রকৃত শহীদের সংখ্যাটাই জানাতে পারছে না এ সরকার।

রাজীব আহসান আরও বলেন, আজ সারা দেশে অনেক ধরনের নেতা আছে। রাজনৈতিক নেতা আছে আবার অরাজনৈতিক নেতাও আছে। রানা, বাবু, রাজীব, শাহেদরা গত সতেরো বছর লড়াই করেছে। আজ যারা নিজেদের নেতা দাবি করছেন, এমনকি যারা সরকারে, তাদের অনেকেই শেখ হাসিনার দালালি করেছেন৷দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, নেতৃত্বে যারা আছে ঔদ্ধত্যপূর্ণ কাজ করবেন না৷ নারায়ণগঞ্জে আসতে দিবো না, করতে দিবো না এগুলো বলবেন না। নারায়ণগঞ্জে একজন বলত খেলা হবে। যখন খেলা শুরু হল তাদের আর পাওয়া যায়নি। র‍্যাব পুলিশ সাথে নিয়ে বলা যায় খেলা হবে। এখন তো লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, আসুন এখন।তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান অনেক কষ্ট করেছেন। মাসের পর মাস একজন অসুস্থ মানুষকে আমরা প্রতিদিন সেই আলিয়ে মাদ্রাসার কোর্টে নিতাম, আনতাম। ছয় বছর তিনি জেল খেটেছেন। আমরা অনেক সহযোদ্ধাদের সাথে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সাথে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করে না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।

নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মামুন, সালমা সুলতানা সোমা, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিবসহ অনেকে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...