বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক- রাজীব আহসান


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ দেশে অনেকে বলে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। আমরা কী একবারও বলেছি সংস্কার চাই না। আপনারা ছয় মাস ধরে আছেন। এখনও তো বলতেই পারছেন না আপনারা কী করতে চান। বর্তমানে আপনারা অন্যের প্রেসক্রিপশনে চলছেন। বিএনপি সংস্কার চায়, দ্রুত সংস্কার চায়। বিএনপি চায় জনগণের অধিকার দ্রুত জনগণের কাছে ফিরিয়ে দেয়া হোক বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান।
মঙ্গলবার ২১ জানুয়ারি বিকালে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া ডনচেম্বার এলাকায় মেডিস্টার হাসপাতাল প্রাঙ্গনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বর্তমান সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, কথায় কথায় বলবে ২৪ এর চেতনার বিরুদ্ধে কথা বলছে। চেতনা নষ্ট হলে অমুককে তুলে নিয়ে যাবো, দেখিয়ে দিবো। মানুষ এগুলো ভালোভাবে নেয় না। এই ২৪ এর আন্দোলনে ছাত্ররা রক্ত দিয়েছে গণতন্ত্রের জন্য। আজকের এ দিন পর্যন্ত এ সরকার সঠিক শহীদ ও পঙ্গুদের সংখ্যাটাও বলতে পারল না।আমরা প্রথম থেকে বলছি এ পরিবারগুলো জীবন দিয়ে দেশকে নতুন করে স্বাধীন করেছে৷ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার জন্য তারা জীবন দিয়েছে। এ পরিবারগুলোকে পুনর্বাসন করুন। অথচ এখনও প্রকৃত শহীদের সংখ্যাটাই জানাতে পারছে না এ সরকার।
রাজীব আহসান আরও বলেন, আজ সারা দেশে অনেক ধরনের নেতা আছে। রাজনৈতিক নেতা আছে আবার অরাজনৈতিক নেতাও আছে। রানা, বাবু, রাজীব, শাহেদরা গত সতেরো বছর লড়াই করেছে। আজ যারা নিজেদের নেতা দাবি করছেন, এমনকি যারা সরকারে, তাদের অনেকেই শেখ হাসিনার দালালি করেছেন৷দলীয় নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, নেতৃত্বে যারা আছে ঔদ্ধত্যপূর্ণ কাজ করবেন না৷ নারায়ণগঞ্জে আসতে দিবো না, করতে দিবো না এগুলো বলবেন না। নারায়ণগঞ্জে একজন বলত খেলা হবে। যখন খেলা শুরু হল তাদের আর পাওয়া যায়নি। র্যাব পুলিশ সাথে নিয়ে বলা যায় খেলা হবে। এখন তো লেভেল প্লেইং ফিল্ড রয়েছে, আসুন এখন।তারেক রহমান প্রসঙ্গে তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান অনেক কষ্ট করেছেন। মাসের পর মাস একজন অসুস্থ মানুষকে আমরা প্রতিদিন সেই আলিয়ে মাদ্রাসার কোর্টে নিতাম, আনতাম। ছয় বছর তিনি জেল খেটেছেন। আমরা অনেক সহযোদ্ধাদের সাথে সকালে মিছিল করেছি বিকেলে কবরে নামিয়ে দিয়ে এসেছি। রক্তের সাথে বেইমানি করবেন না। অনেক অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে। তারেক রহমান মিথ্যা কথা বলে রাজনীতি করে না। এ পর্যন্ত আমরা হাজারও নেতাকর্মী দল থেকে বহিষ্কার করেছি। স্বাধীনভাবে চলতে পারছেন, এটাই তো শুকরিয়া। নিজেকে সংযত রাখতে চেষ্টা করবেন। দল থেকে একবার ছিটকে গেলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন না।
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানার সভাপতিত্বে এবং সদস্য সচিব মমিনুর রহমান বাবুর সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মামুন, সালমা সুলতানা সোমা, মোহাম্মদ উল্লাহ চৌধুরী ফয়সাল, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুকুল ইসলাম রাজিবসহ অনেকে।#