নারায়ণগঞ্জ  বুধবার | ২রা এপ্রিল, ২০২৫ | ১৯শে চৈত্র, ১৪৩১ বসন্তকাল | ৩রা শাওয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   আড়াইহাজারে বিএনপির যুবদলের মধ্যে সংঘর্ষ আহত ১০   |   কাশীপুরে যুবককে গুলি করে হত্যা   |   ঈদের দিন বিএনপি অফিসে হামলা, গণমাধ্যম কর্মীকে কুপিয়ে জখম   |   যুগের নারায়ণগঞ্জ ডটকম-এর তৃতীয় বর্ষপূতি উদযাপন   |   আড়াইহাজারে অপরাধ নিয়ন্ত্রনে ওসির জোরালো তৎপরতা    |   বুটবল তারকা হামজা চৌধুরীর পরিবার ঘুরে গেলেন কুতুব উদ্দিন আকসিরের বাড়ি   |   ভয়াবহ অগ্নিকান্ডে কয়েল কারখানায় ব্যাপক ক্ষয়ক্ষতির   |   নুরুল ইসলাম স্মৃতি পাঠাগারের গুণীজন সম্মাননা অনুষ্ঠিত   |   সাংবাদিক প্রীতির সহযোগিতায় সৌদি থেকে ফিরল শায়েরার মরদেহ   |   বন্দরের যুবক সাইফুল নিখোঁজ   |   ৫০০ পিছ ইয়াবাসহ সুজন গ্রেপ্তার   |   রাজধানীতে ধর্ষণকারীকে পিটিয়ে হত্যা, পুলিশের ওপর হামলা   |   প্রয়াত বিমান ভট্টাচার্য্যের পরিবারকে না’গঞ্জ প্রেস ক্লাবের পাঁচ লক্ষ টাকা অনুদান প্রদান   |   রোহীঙ্গা সশস্ত্র সংগঠন আরসা প্রধান জুনুনী সহ ১০ জন আটক    |   গণঅভ্যুত্থানে হামলা ২৮৯ ছাত্রলীগ নেতাকর্মী সাময়িক বহিষ্কার   |   ব্রহ্মপুত্র নদে ভেসে উঠলো যুবকের মরদেহ   |   আ’লীগ নেতার মুক্তির দাবীতে থানা ঘেরাও    |   লায়ন রানাকে সমর্থন দিয়ে ভোট চাইলেন অধিকাংশ লায়ন্স ক্লাবের নেতৃবৃন্দ   |   ভয় দেখিয় যুবককে বলাৎকার | মামলার আসামী সাঈদ আটক   |   বন্দর প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত 
 প্রচ্ছদ   শীর্ষ খবর   হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচনে বিজয়ী ১৮ প্রার্থী কে কত ভোট পেল
হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচনে বিজয়ী ১৮ প্রার্থী কে কত ভোট পেল
  শীর্ষ খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিগত ১৫ বছর পর উৎসবমূখর পরিবেশে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনপরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭ অনুষ্ঠিত হয়েছে। এ ১৫ বছর ওসমান পরিবারের দখলে ছিল। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। নির্বাচনে ১৮ টি পদের জন্য ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্বীতা করেছেন। সোমবার ৩ ফেব্রুয়ারী সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট গ্রহন কার্যক্রম। পরে ভোট গননা শুরু হয়ে গভীর রাত সাড়ে তিনটায় ভোটের ফলাফল প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে সাইফুল ইসলাম হিরু (নিউ শেখ হোসিয়ারী) ৮৬২ ভোট, সাঈদ আহমেদ স্বপন (সেহেলী হোসিয়ারী এন্ড গার্মেঃ) ৭১৯ ভোট, আলহাজ্ব মোঃ নাছির শেখ (নাছির হোসিয়ারী) ৭০২ ভোট,আবদুস সোবহান তালুকদার (আদর হোসিয়ারী) ৫৭৫ ভোট, নাছিম আহমেদ (গাজী হোসিয়ারী)৪৯৮ ভোট, মোঃ বিল্লাল হোসেন (সেভেন স্টার হোসিয়ারী) ৪৯৫ ভোট পেয়েছে।এদিকে জেনারেল গ্রুপে ১২ জন নির্বাচিতরা হলেন, আলহাজ্ব বদিউজ্জামান বদু (বদিউজ্জামান টেক্সটাইল) ৮৯৩ ভোট, মোঃ আবদুল হাই (নিউ বৃষ্টি টেক্সটাইল) ৮২৭ ভোট,মোঃ মিজানুর রহমান (সায়মন হোসিয়ারী) ৮০৫ ভোট, মোঃ পারভেজ মল্লিক (নিউ লিপি হোসিয়ারী এন্ড গার্মেন্টস)৭৮৭ ভোট, আবদুস সবুর খান (সাকলাইন টেক্সটাইল) ৭৮৩ ভোট, হাজী মোঃ শাহীন হোসেন (শাহীন ট্রেডার্স) ৭৫১ ভোট মোঃ আতাউর রহমান (গনি হোসিয়ারী এন্ড গার্মেন্টস) ৭২৭ ভোট,আলহাজ্ব মোঃ মনির হোসেন (নিউ মনির হোসিয়ারী) ৭২০ ভোট,মোঃ দুলাল মল্লিক (আদর ট্রেডার্স) ৬৯০ ভোট, ফতেহ মোহাম্মদ রেজা (ফতেহ হোসিয়ারী) ৬৭০ ভোট, মোঃ মাসুদুর রহমান (আবীর ফ্যাশন) ৬০৫ ভোট,বৈদ্যনাথ পোদ্দার (নিউ দূরস্থ হোসিয়ারী) ৫৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশন পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২৭। সোমবার (৩ ফেব্রুয়ারী) সকাল ৯ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে নারায়ণগঞ্জ ক্লাবের নির্মাণাধীন ভবনে ভোট কার্যক্রম পরিচালনা হয়।

এ হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি। স্বতঃস্ফূর্ত ভাবেই ভোট প্রদান করেন ভোটাররা। নির্বাচনে মোট ১ হাজার ১৫৯ জন ভোটারদের মধ্যে ভোট পড়েছে ১ হাজার ১১৩ টি। ভোটার উপস্থিতি ছিলো ৯৬.০৩ শতাংশ। বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহনের পর শুরু হয় ভোট গণনার।

নির্বাচনের সতন্ত্র ১১নং ব্যালেটের প্রার্থী ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের হুঁশিয়ারি সমিতির নির্বাচন পরিচালিত হয়েছে। আনন্দ ঘন পরিবেশ বলার কারণ বিগত ১৫ বছরের বেশি তারা নিজের ইচ্ছায় ভোট দিতে পারেনি। তাই এত বছর পর ভোট দিতে পেরে তাদের মাঝখানে একটি ঈদের আমেজ চলে এসেছে। তাদের এই আনন্দঘন পরিবেশ দেখে আমরা যারা স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করছি এটাই আমাদের সার্থকতা। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহন ও আমাকে জয়িনকরার ধন্যবাদ জানাচ্ছি। এত সুন্দর ভাবে নির্বাচন পরিচালনা করার জন্য নির্বাচন কমিশন কেও ধন্যবাদ জানাচ্ছি।

নির্বাচনে বদু প্যানেলের বদু বলেন, ‘বিগত ১৫-১৬ বছর যাবত নির্বাচন গুলো একটা পরিবারের দখলে ছিল। এখন সে দখল মুক্ত হয় ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। বাহিরে ভোটাররা নাম্বার বলে আনন্দমুখর পরিবেশে স্লোগান দিচ্ছে। তাদের এই আনন্দের কারণ তারা ভোট নিজের ইচ্ছায় দিতে পারছে। আমাকে জয়ি করার ভোটারদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

ভোট গননা শেষে রাত সড়ে তিনটায় নির্বাচনের ভোটের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশম।

এ বিষয়ে হোসিয়ারী এসোসিয়েশন নির্বাচন কমিশনের সভাপতি, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি বলেছেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনরকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই আনন্দঘন পরিবেশে ভোটাররা ভোট প্রদান করেন। নির্বাচনে এসোসিয়েট গ্রুপ থেকে ৬জন ও জেনারেল গ্রুপ থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। রাতেই নির্বাচন কমিশন নির্বাচনে ভোটের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!