শিরোনাম
বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্ত / না’গঞ্জে ৪ টি আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন মাসুদ, দিপু, আজাদ,মান্নান
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে ৫ টি আসনে মধ্যে বিএনপির ধানের শীষের মনোনন পেয়েছেন, ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ, ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, ২ আসনে নজরুল ইসলাম আজাদ, ১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া।
দলীয় সিদ্ধান্তে ৪ আসনে বিএনপির মনোনিত কোন প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করা হয়নি।
সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রার্থীর তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থীতার তালিকায় খালেদা জিয়া-তারেক রহমানসহ ২৩৭ প্রার্থীর মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি। এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সালাহউদ্দিন আহমদ প্রতিদ্বন্দ্বিতা করবেন কক্সবাজার-১ আসন থেকে। এ ছাড়া, নোয়াখালী-৩ থেকে বরকতউল্লা বুলু, লক্ষ্মীপুর-৩ থেকে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ও টাঙ্গাইল-২ থেকে আবদুস সালাম পিন্টু প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষনা করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনের মধ্যে ৫ টি আসনে মধ্যে
বিএনপির ধানের শীষের মনোনন পেয়েছেন, ৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ, ৩ আসনে আজহারুল ইসলাম মান্নান, ২ আসনে নজরুল ইসলাম আজাদ, ১ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভূঁইয়া।
দলীয় সিদ্ধান্তে ৪ আসনে বিএনপির মনোনিত কোন প্রার্থীর নাম এখনও চূড়ান্ত করা হয়নি।
দলীয় হাইকমান্ড সূত্রে জানা গেছে, তৃণমূলের জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতাকে গুরুত্ব দিয়েই এই তালিকা তৈরি করা হয়েছে।
তবে উল্লেখিত ৪ টি আসনের চূরান্ত মনোনয়ন তালিকায় থাকা কোন প্রার্থী আনুষ্ঠানিক ভাবে এখনও কোন প্রতিক্রিয়া জানায়নি। #




