শিরোনাম
চেক পোস্ট / লকডাউনে নাশকতা এড়াতে র্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নারায়ণগঞ্জের নাশকতা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের চেকপোস্ট ও টহল। রাত সাড়ে ৯ টায় চাষাড়া মোড়ে বিশেষ চেকপোস্ট বসিয়ে মোটরসাইকেল,প্রাইভেটকার, ট্রাক সহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান।

যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রম নিয়ন্ত্রণ ও জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানায় র্যাব। র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার বলেন,

আগামীকালকের কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন জায়গায় র্যাবের চেকপোস্ট ও টহল কর্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে মহাসড়কের বিভিন্ন জায়গায় টহল চলছে এবং সন্দেহভাজন ব্যক্তি গাড়িগুলো চেক করা হচ্ছে। #



