শিরোনাম
লায়ন রানা ২য় ভাইস জেলা গভর্নর পদে মনোনয়নপত্র জমা দিবেন ২০ ফেব্রুয়ারী


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রয়াত পিডিজি লায়ন ফারুক মঈন এর সুযোগ্য সন্তান, লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান ডিরেক্টর, লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ আগামী ২০২৫-২৬ লায়ন বর্ষের জন্য জেলা ৩১৫এ-২ এর ২য় ভাইস জেলা গভর্নর পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।
আগামী ২০ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ সন্ধ্যা ৬ টায় লায়ন এমরান ফারুক মঈন রানা পিএমজেএফ এর পক্ষে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ঢাকার আগারগাঁওয়ে জেলা অফিসে নমিনেশন পেপারস দাখিল করা হবে।

এই আনন্দঘন শুভ সময়ে সকল লায়ন সদস্যদের উপস্থিতি থেকে অনুষ্ঠানটি আরো প্রানবন্ত করে তোলার জন্য আহবান জানিয়েছেন লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ। #
