নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   জাতীয়   সৌদিতে ৩ মাসের নির্যাতন শেষে বাংলাদেশে ফিরল নারায়ণগঞ্জের তানজিলা
মানবতা / সৌদিতে ৩ মাসের নির্যাতন শেষে বাংলাদেশে ফিরল নারায়ণগঞ্জের তানজিলা
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ টানা ৩ মাসের শারীরিক মানসিক নির্যাতন শেষে দেশে ফিরল সৌদিতে থাকা বাংলাদেশী গৃহ শ্রমিক তানজিলা(২৬)। সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির সার্বিক প্রচেষ্টায় ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ৮টায় এয়ার আরাবিয়ার ‘জি নাইন – ৫৭১’ নামের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় উপস্থিত দৈনিক পূর্বাভাস এর যুগ্ম সম্পাদক ও মানবাধিকার বাংলাদেশ এর মহাসচিব সোনিয়া দেওয়ান প্রীতি বলেন- তানজিলা নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার মেয়ে। আর্থিকভাবে সাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশা নিয়ে সে গত ২৮ নভেম্বর ২০২৪ইং ফার্স্ট সার্ভিস ইন্টারন্যাশনাল লি. এর মাধ্যমে সৌদিতে যায়। সেখানে যাবার পর থেকেই কফিল ও তার পরিবারের দ্বারা সে শারীরিক মানসিক নির্যাতনের স্বীকার হতে থাকে। যে সমস্যাগুলো নিয়ে বারবার এজেন্সি কতৃপক্ষের সহযোগিতা চাওয়ার পরেও তারা তানজিলা বা তার পরিবারের কারও কথায় কর্ণপাত করেনি। এরপর আমি অভিযোগ পাওয়ার পর এজেন্সি কতৃপক্ষের সাথে একাধিকবার কথা বলেও বিষয়টি সুরাহা করতে না পেরে সৌদিতে থাকা বাংলাদেশী দূতাবাসের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তাদের মধ্যস্থতায় মেয়েটিকে হাসপাতালে ১ দিনের চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু এরপরও তাকে দেশে ফিরিয়ে বনার ব্যাপারে এজেন্সির সহযোগিতা না পেয়ে ঢাকার কাকরাইলে অবস্থিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বরাবর লিখিত অভিযোগ দায়ের করি এবং পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ভিসা এক্সিট হয়ে আজ তানজিলা বাংলাদেশে এসে পৌঁছায়।

প্রীতি আরও বলেন- আমি মনে করি স্বল্প শিক্ষিত বা শিক্ষিত নয় এমন মা বোনেরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোগে গৃহ শ্রমিকের কাজে যাবার আগে ভালভাবে অভিজ্ঞদের কাছ থেকে জেনে বুঝে যাবেন। বিশেষ করে যে দেশে যাচ্ছেন, সেখানকার খাবার, পোশাক, গৃহকর্মীদের সাথে মালিকের ব্যবহার এসব সম্পর্কে ভাল মত খোঁজ খবর নিয়ে এরপর দেশ ত্যাগ করবেন।

ভুক্তভোগীর স্বামী হাসান বলেন- আমার স্ত্রীর উপর নির্যাতনের এসব ঘটনা ফোনে জানার পর আমরা যখন কোনোভাবেই এজেন্সী বা দালালের সহযোগিতা পাচ্ছিলাম না, তখন বিভিন্ন জনের পরামর্শে প্রীতি আপার কাছে যাই। তিনি বিষয়টি জানার পর সর্বাত্মক চেষ্টা করে আমার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনেন। আমি ভাবিনি আমার স্ত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবে।

এদিকে ভুক্তভোগী গৃহ শ্রমিক তানজিলা বলেন- মানবাধিকার কর্মী প্রীতি আপা আমার জীবন বাঁচাইছে। নাহয় আমার লাশও পাইতো না আমার স্বামী কিংবা পরিবারের কেউ। আমি চাইনা আর কোনো বাংলাদেশী মেয়ে সৌদিআরব গিয়ে আমার মত নির্যাতনের স্বীকার হোক।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন – মানবাধিকার বাংলাদেশ এর চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস এর ভারপ্রাপ্ত সম্পাদক ও মানবাধিকার কর্মী মোমিন মেহেদী ও ভুক্তভোগী তানজিলার স্বামী হাসান প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...