নারায়ণগঞ্জ  শনিবার | ১৭ই মে, ২০২৫ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৮ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   ইসলামী আন্দোলন কলাগাছিয়া ইউনিয়ন শাখা পরিচিতি সভা অনুষ্ঠিত   |   সোনারগাঁয়ে প্রত্ন সম্পদ সংরক্ষণ শীর্ষক গোলটেবিল বৈঠক   |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত   |   হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
 প্রচ্ছদ   জাতীয়   সৌদিতে ৩ মাসের নির্যাতন শেষে বাংলাদেশে ফিরল নারায়ণগঞ্জের তানজিলা
সৌদিতে ৩ মাসের নির্যাতন শেষে বাংলাদেশে ফিরল নারায়ণগঞ্জের তানজিলা
  জাতীয় || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ টানা ৩ মাসের শারীরিক মানসিক নির্যাতন শেষে দেশে ফিরল সৌদিতে থাকা বাংলাদেশী গৃহ শ্রমিক তানজিলা(২৬)। সাংবাদিক ও মানবাধিকার কর্মী সোনিয়া দেওয়ান প্রীতির সার্বিক প্রচেষ্টায় ২৫ ফেব্রুয়ারী (মঙ্গলবার) রাত ৮টায় এয়ার আরাবিয়ার ‘জি নাইন – ৫৭১’ নামের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এসময় উপস্থিত দৈনিক পূর্বাভাস এর যুগ্ম সম্পাদক ও মানবাধিকার বাংলাদেশ এর মহাসচিব সোনিয়া দেওয়ান প্রীতি বলেন- তানজিলা নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার মেয়ে। আর্থিকভাবে সাবলম্বী হয়ে পরিবারের পাশে দাঁড়ানোর আশা নিয়ে সে গত ২৮ নভেম্বর ২০২৪ইং ফার্স্ট সার্ভিস ইন্টারন্যাশনাল লি. এর মাধ্যমে সৌদিতে যায়। সেখানে যাবার পর থেকেই কফিল ও তার পরিবারের দ্বারা সে শারীরিক মানসিক নির্যাতনের স্বীকার হতে থাকে। যে সমস্যাগুলো নিয়ে বারবার এজেন্সি কতৃপক্ষের সহযোগিতা চাওয়ার পরেও তারা তানজিলা বা তার পরিবারের কারও কথায় কর্ণপাত করেনি। এরপর আমি অভিযোগ পাওয়ার পর এজেন্সি কতৃপক্ষের সাথে একাধিকবার কথা বলেও বিষয়টি সুরাহা করতে না পেরে সৌদিতে থাকা বাংলাদেশী দূতাবাসের একাধিক কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তাদের মধ্যস্থতায় মেয়েটিকে হাসপাতালে ১ দিনের চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু এরপরও তাকে দেশে ফিরিয়ে বনার ব্যাপারে এজেন্সির সহযোগিতা না পেয়ে ঢাকার কাকরাইলে অবস্থিত জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বরাবর লিখিত অভিযোগ দায়ের করি এবং পরবর্তীতে উভয় পক্ষের সমঝোতার ভিত্তিতে ভিসা এক্সিট হয়ে আজ তানজিলা বাংলাদেশে এসে পৌঁছায়।

প্রীতি আরও বলেন- আমি মনে করি স্বল্প শিক্ষিত বা শিক্ষিত নয় এমন মা বোনেরা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোগে গৃহ শ্রমিকের কাজে যাবার আগে ভালভাবে অভিজ্ঞদের কাছ থেকে জেনে বুঝে যাবেন। বিশেষ করে যে দেশে যাচ্ছেন, সেখানকার খাবার, পোশাক, গৃহকর্মীদের সাথে মালিকের ব্যবহার এসব সম্পর্কে ভাল মত খোঁজ খবর নিয়ে এরপর দেশ ত্যাগ করবেন।

ভুক্তভোগীর স্বামী হাসান বলেন- আমার স্ত্রীর উপর নির্যাতনের এসব ঘটনা ফোনে জানার পর আমরা যখন কোনোভাবেই এজেন্সী বা দালালের সহযোগিতা পাচ্ছিলাম না, তখন বিভিন্ন জনের পরামর্শে প্রীতি আপার কাছে যাই। তিনি বিষয়টি জানার পর সর্বাত্মক চেষ্টা করে আমার স্ত্রীকে দেশে ফিরিয়ে আনেন। আমি ভাবিনি আমার স্ত্রী আবার আমাদের মাঝে ফিরে আসবে।

এদিকে ভুক্তভোগী গৃহ শ্রমিক তানজিলা বলেন- মানবাধিকার কর্মী প্রীতি আপা আমার জীবন বাঁচাইছে। নাহয় আমার লাশও পাইতো না আমার স্বামী কিংবা পরিবারের কেউ। আমি চাইনা আর কোনো বাংলাদেশী মেয়ে সৌদিআরব গিয়ে আমার মত নির্যাতনের স্বীকার হোক।

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন – মানবাধিকার বাংলাদেশ এর চেয়ারম্যান শান্তা ফারজানা, দৈনিক পূর্বাভাস এর ভারপ্রাপ্ত সম্পাদক ও মানবাধিকার কর্মী মোমিন মেহেদী ও ভুক্তভোগী তানজিলার স্বামী হাসান প্রমুখ।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!