শিরোনাম
চাকরীর কথা বলে প্রতারনা / সংগঠন পরিপন্থি কাজে জড়িত জাতীয় নাগরীক কমিটির নারী সদস্য বহিষ্কার


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আর্থিক প্রতারণার অভিযোগে জাতীয় নাগরীক কমিটির বহিষ্কৃত নেত্রী দিলশাদ আফরিনকে পুলিশ হেফাজতে নিয়েছে।সরকারি অনুদানের ব্যবস্থা করে দেওয়ার কথা বলে জুলাই আন্দোলনে আহত ব্যক্তিদের কাছ থেকে অর্থ দাবি করার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার হয়েছেন জাতীয় নাগরিক কমিটির নেতা দিলশাদ আফরিন।
গত ৮ এপ্রিল সংগঠনের ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বহিষ্কারের তথ্য জানানো হয়।নবৃহস্পতিবার ১০ এপ্রিল এ বিষয়টি প্রকাশ পায়।
বহিষ্কৃত দিলশাদ আফরিন সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা প্রতিনিধি কমিটির সদস্য ছিলেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে আহতদের কাছ থেকে টাকা দাবির অভিযোগ প্রমাণিত হওয়ায় বহিষ্কার করা হয়।
গত ৮ এপ্রিল জাতীয় নাগরীক কমিটির ভারপ্রাপ্ত সদস্য সচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই আদেশ জারী করা হয়।

এদিকে ৮এপ্রিল বহিষ্কার করা হলেও ঘটনাটি প্রকাশ পায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে। আখতার হোসেন স্বাক্ষরিত ওই বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়,“এই পত্রের মাধ্যমে আপনাকে যাচ্ছে যে, জাতীয় নাগরীক কিমিটি-এর নিয়ম ও নীতিমালা অনুযায়ী আপনার সাম্প্রতিক কর্মকান্ড আমাদের সংগঠনের শৃঙ্খলা এবং আদর্শের পরিপন্থী বলে প্রতীয়মান হয়েছে।
সমস্ত অভিযোগের ভিত্তিতে এবং সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে, আপনাকে আহ্বায়ক (ভারপ্রাপ্ত) জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব (ভারপ্রাপ্ত) জনাব আখতার হোসেন এর অনুরোধক্রমে জাতীয় নাগরিক কমিটি থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই সিদ্ধান্ত আজকের তারিখ থেকে কার্যকর হবে। #