নারায়ণগঞ্জ  শনিবার | ১০ই জানুয়ারি, ২০২৬ | ২৬শে পৌষ, ১৪৩২ শীতকাল | ২০শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   বন্দরে পূর্বশত্রুতায় তাওহীদ নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫   |   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া   |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন
 প্রচ্ছদ   মহানগর   ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের সেমিনার অনুষ্ঠিত
সেমিনার / ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম নিয়ে জেলা প্রশাসনের সেমিনার অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমকে আরোগতিশীল করতে বিশেষ সচেতনমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৯ মে সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে  বাস্তবায়নাধীন “Establishment of Digital Land Management System (EDLMS) Project (১ম সংশোধিত)” প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সেমিনারের প্রধান লক্ষ্য ছিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় চলমান ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট সকল অংশীজনদের অবহিত করা এবং জরিপ চলাকালীন সময়ে তাদের করণীয় বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) জনাব মো: সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্মসচিব, প্রকল্প পরিচালক (EDLMS) ও পরিচালক জনাব মো: মোমিনুর রশীদ। এছাড়াও, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ভূমি অফিসের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং সাধারণ জনগণের প্রতিনিধিবৃন্দ সেমিনারে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সেমিনারে EDLMS প্রকল্পের নানাবিধ গুরুত্বপূর্ণ দিক, যেমন – প্রকল্পের মূল লক্ষ্য ও উদ্দেশ্য, আধুনিক ভূমি জরিপ পদ্ধতির প্রয়োগ, ডিজিটাল ম্যাপিং-এর সুবিধা, জমির তথ্য ডিজিটাল ডেটাবেইসে সংরক্ষণ এবং নাগরিক সেবায় উদ্ভাবনী প্রযুক্তির কার্যকর ব্যবহার ইত্যাদি বিষয়ে তথ্যবহুল উপস্থাপনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা তুলে ধরেন এবং চলমান জরিপ কার্যক্রমে সম্মুখীন হওয়া বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ, যেমন – জমির সীমানা নির্ধারণে সৃষ্ট জটিলতা, নাগরিকদের তথ্যের অপ্রতুলতা এবং জরিপ কাজে স্থানীয় পর্যায়ে কাঙ্ক্ষিত সহায়তার অভাব ইত্যাদি বিষয়ে আলোকপাত করেন।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে গঠনমূলক আলোচনা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, মাঠপর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও ব্যাপক ও ধারাবাহিক প্রচার কার্যক্রম গ্রহণ করা অপরিহার্য, যাতে সাধারণ মানুষ জরিপ কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা পেতে পারে। একইসাথে, স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও, নাগরিক অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থাকে আরও সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব করে তোলার পাশাপাশি জরিপ কাজে প্রযুক্তিগত সহায়তা আরও জোরদার করার আহ্বান জানানো হয়, যেন সমগ্র কার্যক্রমটি আরও কার্যকর, নির্ভুল ও সময়োপযোগীভাবে সম্পন্ন করা যায়। এই দিনব্যাপী সেমিনারটি নারায়ণগঞ্জে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়নের পথে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...