শিরোনাম
মেয়র আইভী মাঠ রক্ষা করে খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন- বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বঙ্গসাথী ক্লাবের ৩২ বছরে শেখ ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি, বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী খেলাধূলার মাঠ রক্ষা করে যেভাবে খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন, সে জন্য মেয়র আইভীকে বিশেষ ধন্যবাদ জানাই। তিনি বলেন, আমাদের ফুটবল হারিয়ে গিয়েছিল। মেয়েরা ফুটবল খেলাকে জাগ্রত করেছে। সাব জাতীয় নারী ফুটবল দলকে ধন্যবাদ জানাই। তারা ৮ গোলে ভুটানকে পরাজিত করেছে। ছেলে ও মেয়েরা সবাই মিলে ফুটবলকে জাগ্রত করেছে।
আইভী আপাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি এখানে একটি মাঠের ব্যাবস্থা করে দিয়েছে। এখন খালি জমি থাকলে সেখানে মাঠ আর মাঠ থাকে না, সেখানে বিল্ডিংয়ে পরিনত হয়। আমি আবারো আইভী আপাকে ধন্যবাদ জানাচ্ছি। বঙ্গসাথী ক্লাব ও যুবলীগ শেখ ফজলুল হক মনি এমন একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে। এ এলাকাবাসিকে ধন্যবাদ জানাই তারা এ মাঠ নির্মানে সহযোগিতা করেছে। এখন ফুটবল খেলা জাগ্রত হয়েছে। আগামীতেও ফুটবল জাগ্রত থাকবে ইনশাল্লাহ।
গত ৪ নভেম্বর বিকেলে শহরের দেওভোগ নাগবাড়ি ডিএসএস ক্লাব মাঠে ফজলুল হক মনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) এমপি এসব কথা বলেন।
এসময় অনুষ্ঠানে উপস্থিথ ছিলেন বঙ্গসাথি ক্লাবের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি, আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির, বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহামদ আলী রেজা উজ্জল, সাধারন সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব রনি, সহ সভাপতি কামরুল হুদা বাবু, সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল সহ বঙ্গসাথী ক্লাবের কর্মকর্তা ও সকল সদস্যরা উপস্থিথ ছিলেন।
এ টুর্নামেন্টে নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার অংশ গ্রহন করছেন। #