নারায়ণগঞ্জ  শনিবার | ১০ই জানুয়ারি, ২০২৬ | ২৬শে পৌষ, ১৪৩২ শীতকাল | ২০শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   বন্দরে পূর্বশত্রুতায় তাওহীদ নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র গুলি সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ৫   |   কলাগাছিয়ায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া   |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন
 প্রচ্ছদ   মহানগর   বৈরী আবহাওয়ার মধ্যে জিয়ার শাহাদাৎ বাষিকী পালন করলেন সাখাওয়াত-টিপু
কর্মসূচী / বৈরী আবহাওয়ার মধ্যে জিয়ার শাহাদাৎ বাষিকী পালন করলেন সাখাওয়াত-টিপু
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগর বিএনপির আওতাধীন ২৭ টি ওয়ার্ডের অর্ধশত স্পটে দোয়া মাহফিল ও খিচুড়ি বিতরণ কর্মসূচি পালন করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বধীন মহানগর বিএনপি।

গতকাল শুক্রবার (৩০ মে) মহানগর বিএনপির আওতাধীন সদর-বন্দরের ২৭টি ওয়ার্ডের অর্ধশত স্পটে দুর্যোগপূর্ণ আবহাওয়াকে পাত্তা না দিয়েই পালন করেন মহানগর বিএনপি। গতকাল সকাল ৮ টায় নগরীর মিশনপাড়া হোসীয়ারী সমিতিতে জিয়াউর রহমানের জন্য দোয়া ও দুস্থদের মাঝে খিচুরী বিতরণ উদ্বোধন করেন। পরবর্তীতে মিশন পাড়া থেকে গাড়ি বহর নিয়ে জিয়াউর রহমানের শাহাদাৎ বাষির্কী উপলক্ষে নগরীর ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সভাপতিত্বে আল-আরিফের নেতৃত্বে দোয়া ও দুস্থদের মাঝে খিচুরী বিতরণ, পরবর্তীতে ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজালালের সভাপতিত্বে জিয়াউর রহমানের শাহাদাৎ বাষির্কী উপলক্ষে দোয়া ও দুস্থদের মাঝে খিচুরী বিতরণ, পরবর্তীতে ১৭ নং ওয়ার্ড, ১৬নং ওয়ার্ড, ১৫ নং ওয়ার্ড, ১৪ নং ওয়ার্ড, চাষাড়া বালুর মাঠে হকার্স নেতা বেলায়োতের উদ্যোগে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়, ১৩ নং ওয়ার্ড, ১১ নং ওয়ার্ড পরবর্তীতে চানমারি এলাকায় ট্যাক্সি স্ট্যান্ড মালিক সমিতি, চাষাড়া খাজাসুপার মার্কেট এর নিচে বাস মালিক সমিতি প্রতিটি স্পটে বৈরী আবহাওয়াকে পাত্তা না দিয়েই জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালনের কর্মসূচি অবহৃত রাখেন। এ ছাড়া দুপুর সাড়ে ১২ টায় মিশন পাড়াস্থ হোসিয়ারি সমিতির ভবনে এসে মহানগর বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে জিয়াউ রহমানের জীবনী নিয়ে লেখা বইয়ের একটি স্টল উদ্বোধন করেন। পরে জিয়াউর রহমান আত্মার মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্থতাসহ তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া শেষে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেন। পরবর্তীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ১১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান মিঠুকে সভাপতি ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খিচুড়ি বিতরণ শেষে জুম্মার নামাজ শেষ করেন মহানগর বিএনপির নেতাকর্মীরা।

১ম দিনের দ্বিতীয় দাপে শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির আওতাধীন বন্দর থানার আওতাধীন ১১ থেকে ২৭ মোট ৯টি ওয়ার্ডের ২০ স্পটে বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ নেতৃত্বধীন মহানগর বিএনপি। এ সময় প্রথমে ২৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফোরেজ আহম্মেদের সভাপতিত্বে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। পরবর্তীতে ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিউদ্দিন সোহেলের উদ্যোগেসহ ২৫, ২৪, ২৩, ২২, ২১, ২০, ১৯ নং ওয়ার্ডের প্রায় ২০ টি স্পটে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বৈরী আবহাওয়া উপক্ষো করে স্বশরীরে উপস্থিত থেকে ১০ দিন ব্যাপী কর্মসূচির ১ম দিন সুন্দর ও শৃঙ্খলভাবে পালন করেন। আজ থেকে আবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ইউনিয়নে ইউনিয়নে বিশেষ দোয়া করা হবে।
কর্মসূচি শেষে মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেন, ‘জিয়াউর রহমানের সততা, দেশপ্রেম, ভালোবাসার সেই নৈতিকতাকে বুকে ধারণ করে আজ আমাদের অঙ্গীকার হবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো সৎ হয়ে বাংলাদেশকে গড়ে তোলার আদর্শ নীতি নৈতিকতা লালন করব।’


তিনি বলেন, ‘শহীদ রাষ্ট্রপতির দেখানো পথে গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে বিএনপি রাষ্ট্র গঠন করবে। তার শেখানো দেশপ্রেম আমাদের ধরে রাখতে হবে। তবেই আমরা বিএনপির প্রকৃত কর্মী হতে পারবো।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু শহীদ জিয়াকে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে। শহীদ জিয়া বেঁচে থাকলে আজকে বাংলাদেশ আধুনিক বাংলাদেশে রূপান্তরিত হতো। আমরা সেই স্বপ্ন পূরণে কাজ করব।
এ সময় জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির ঘোষিত ১ম দিনের কর্মসূচি সফল করতে মহানগর বিএনপির আহবায়ক এড সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে গাড়ি বহরে আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব এড.আনোয়ার প্রধানসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...