শিরোনাম
মানুষের সেবায় গত ২৫ বছর পুলিশের পাশে ছিল মডেল গ্রুপ / যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহযোগিতায় পাশে দাঁড়ালেন মাসুদ


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ শহরের যানজট নিরসনে ট্রাফিক ব্যাবস্থা কার্যক্রম উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এগিয়ে এসেছে মডেল গ্রুপের চেয়ারম্যান মাসুদুজ্জামান মাসুদ। বুধবার ২৭ আগস্ট শহরের মেট্রোহল সংলগ্ন ট্রাফিক অফিস পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে, তিনি আশাপ্রকাশ করেন পুলিশ সুপার যেন প্রথমেই নারায়ণগঞ্জের ট্রাফিক সমস্যা সহ ফুটপাত, মাদক, সন্ত্রাস দমনে কাজ করেন। সড়কে ফুটপাতে হকারদের কারনে নারায়ণগঞ্জের মানুষ কষ্ট করছে।

ট্রাফিক অফিস পরিদর্শনের বিষয়ে বলেন, নারায়ণগঞ্জ শহরের ট্রাফিক পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই পরিস্থিতির উন্নয়নে ট্রাফিক কর্মকর্তাদের কাজের গতি বাড়ানো এবং অফিস পরিচালনা নির্বিঘ্ন করতে কিছু আসবাব ও সরঞ্জামের প্রয়োজন ছিল। মডেল গ্রুপের পক্ষ থেকে এর ব্যবস্থা করা হয়েছে।
আমরা যে উদ্যোগ নিয়েছি সেটা
নারায়ণগঞ্জ জেলা কেন্দ্রীক যে ট্রাফিক ব্যাবস্থা ভেঙে পড়া এবং ট্রাফিক ব্যাবস্থাপনার যে নাজুক অবস্থা, সেখান থেকে আমরা কিছু পদক্ষেপ নিয়েছিলাম, দু সপ্তাহ আগে আমরা ভলেন্টিয়ার চালু করেছি। আপনারা দেখবেন মডেল গ্রুপের পক্ষ থেকে শহরের বিভিন্ন পয়েন্ট যানজট বিরসনে কিছু ভলেন্টিয়ার কাজ করছে। দ্বিতীয় ধাপে আমরা খেয়াল করেছি ট্রাফিক ডিপার্টমেন্ট শহরে ট্রাফিক অফিসটি ৫ আগস্টের পটপরিবর্তনের পর অত্যন্ত নাজুক অবস্থায় ছিল। এখনও পর্যন্ত তারা পুরাপুরি দাঁড়াতে পারেনি। এই কারনে আমরা তাদের কিছু সাপোর্ট করার চেষ্টা করেছি। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে তারা আমাদের আহবান করেছেন এ কাজে সহযোগিতায় এগিয়ে আসি। এর পর আমরা এই ট্রাফিক অফিস পরিদর্শন করে দেখেছি এখানে একটা বাঝে অবস্থা। সে কারনে আমরা একটা কম্ফর্টেবল জোন তৈরী করার চেষ্টা করেছি। যেন এ জেলায় ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট নির্বিগ্নে কাজ করতে পারে। এ কারনে আমরা ট্রাফিক পুলিশের সহযোগিতায় এগিয়ে এসেছি যেন সারা নারায়ণগঞ্জের মানুষ উপকৃত হয়।

এর আগেও গত ২৫ বছর যাবত নারায়ণগঞ্জ থানা, সিদ্ধিরগঞ্জ থানা, ও ফতুল্লা থানা পুলিশকে গাড়ি সহ বিভিন্ন লজিস্টিক সাপোর্ট দিয়ে সহোগিতা করে এসেছে মডেল গ্রুপ। এমন ভাল একটা কাজ করতে আমরাদের ভাল গালছে। এই সম্পূর্ণ উদ্যোগটাতেই নারায়ণগঞ্জের মানুষ উপকৃত হবে বলে আমরা আশা করি।
এসময় ফটপাত হকার সমস্যা নিয়ে তিনি বলেন, সড়কে ফুটপাতে হকারদের কারনে নারায়ণগঞ্জের মানুষ কষ্ট করছেন। এ বিষয়ে নবাগত পুলিশ সুপারকে অভিনন্দন জানিয়ে বলেন, তিনি যেন প্রথমেই
নারায়ণগঞ্জের ট্রাফিক সমস্যা সহ ফুটপাত, মাদক, সন্ত্রাস দমনে কাজ করবেন বলে আমরা আশা করছি।
আমাদের লক্ষ্য একটি বাসযোগ্য ও সুশৃঙ্খল নারায়ণগঞ্জ গড়ে তোলা। #
