নারায়ণগঞ্জ  শুক্রবার | ৯ই জানুয়ারি, ২০২৬ | ২৫শে পৌষ, ১৪৩২ শীতকাল | ১৯শে রজব, ১৪৪৭

শিরোনাম
  |   আড়াইহাজারে আগুনে পুড়ে গেল ৩ কৃষকের ৬ বিঘা জমির আখ    |   সারাদেশে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধ    |   বন্দরে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত   |   ১৭ মাসে সড়ক, রেল, নৌ ও আকাশপথ দুর্ঘটনায় ১৩ হাজার ৪০৯ জন নিহত   |   বন্দর প্রেসক্লাবে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া   |   বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মাদক সহ ফাইটার মনিরকে গ্রেফতার করেছে পুলিশ   |   খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সোহেল ও বন্ধু মহলের মিলাদ দোয়া   |   হাদির হত্যা: বিচারের পথে অগ্রগতি, না কি সময়ক্ষেপণের নতুন কৌশল ?    |   কেন্দ্রীয় জাসাস নেতা সানি হাসপাতালে আরোগ্য কামনায় দোয়া চাইলেন পরিবার    |   খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় মহানগর বিএনপির দোয়া   |   বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় মাসুদুজ্জামানের উদ্যেগে দোয়া   |   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে ৪০ জন প্রার্থী বৈধ ঘোষণা    |   খালেদা জিয়ার শান্তি কামনায় চাঁন মিয়ার দোয়া মাহফিলে চরম হট্টগোল    |   খালেদা জিয়ার মাগফিরাত কামনায় না’গঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া   |   নারায়ণগঞ্জে ৫ টি আসনে মনোনয়নপত্র যাচাই শেষে বৈধ ৩৬ প্রার্থী বাতিল ১৬   |   খালেদা জিয়ার মৃত্যুতে মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের ৫ম তলায় ইন্টেরিয়র উন্নয়নের শুভ উদ্বোধন   |   খালেদা জিয়ার মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের উদ্যোগে দোয়া   |   নাগবাড়িতে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা   |   নারায়ণগঞ্জ আড়াইহাজার – ২ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা
 প্রচ্ছদ   রাজনীতি   আড়াইহাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি
বর্ণাঢ্য র‍্যালী / আড়াইহাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

আড়াইহাজার প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের আড়াইহাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক, নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তার নেতৃত্বে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত আড়াইহাজার বাজার হতে শুরু হয়ে গোপলদী,বিশনন্দী, মাহমুদপুর, উচিৎপুরা , খাগকান্দা, হাইজাদী, ব্রাহ্মন্দী, হয়ে বিশাল গাড়ির বহরটি উপজেলা সদরে এসে সমাপ্ত করা হয়।

এ সময় পারভীন আক্তার বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আমরা স্মরণ করছি আমাদের প্রিয় নেতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যিনি এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। তার দুরদর্শিতা, সাহস এবং দেশপ্রেম আমাদেরকে আজও অনুপ্রানিত করে যাচ্ছে। বিএনপি এদেশের গণমানুষের দল।

তিনি বলেন,আমার মূল শক্তি আড়াইহাজারের জনগন, তাই আমি বলবো পুলিশ প্রসাশনের উপরে ভর কারা করে ? যাদের উপর জনগনের সমর্থন নাই তারা। যারা পুলিশ প্রসাশনের উপর ভর করে দলের নাম ভাঙিয়ে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন, স্থানীয় পুলিশ প্রসাশন সহ তাদের কে কঠোর বার্তা দিয়ে পারভীন বলেন, আপনারা সাবধান হয়ে যান। তিনি পুলিশ প্রসাশনকে বলেন, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অস্ত্র উদ্ধার সহ শক্ত হাতে অপরাধ দমন করুন, নতুবা আড়াইহাজার ত্যাগ করুন,আপনারা দেখেছেন স্বৈরাচারী খুনি হাসিনা জনগনের বিরুদ্ধে দাড়িয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, তার পরিণাম কি হয়েছে। দলের নাম ভাঙিয়ে যারা অপরাধ চালিয়ে যাচ্ছেন, তাদের পরিণাম আরও ভয়াবহ হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, আমি জানি জনগনের সমস্যা ও প্রত্যাশা কি। মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। বেকারত্ব দূর করা, নুতন কর্ম সংস্থান তৈরি করা।

নারী নির্যাতন, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজ, ভূমিদস্যু, কালোবাজারি, ছিনতাই শক্ত হাতে নির্মূল করব। স্বাধীন মত প্রকাশের সুযোগ করে দিব। সাংবাদিক সহ সকল শ্রেণী ও পেশার মানুষের জান ও মালের নিরাপত্তার ব্যবস্থা করব। রাস্তাঘাট সহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করব। দুষনমুক্ত পরিবেশ রক্ষা করা সহ স্বাস্থ্য, শিক্ষা, বিদ্যুৎ খাতের উন্নয়ন করব। দেশী বিদেশী শত্রুরা যতই গভীর চক্রান্ত করুক, আমরা তারেক রহমানের নেতৃত্বে সব কিছু মোকাবেলা করেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবই ইনশাআল্লাহ।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরাফত সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...