শিরোনাম
ঐক্যবদ্ধ / নিরাপত্তার জন্য দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ীরা হাতে তুলে নিলেন বাঁশি লাঠি


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সন্ত্রাস চাঁদাবাজদের দৌরাত্ম থেকে রক্ষা পেতে ও নিরাপত্তার সার্থে দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে হাতে তুলে নিলেন বাঁশি লাঠি। মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ শহরের দিগুবাবুর বাজার ব্যবসায়ীরা একতাবদ্ধ হয়ে একটি সভার আয়োজন করে।

সভায় ব্যাবসায়ীরা অভিযোগ তুলে বলেন মূলত বহিরাগত সন্ত্রাসী ও চাঁদাবাজদের আনাগোনা বেড়েছে। চাঁদাবাজ ও উশৃংখলতা রোধে সকলকে একতাবদ্ধ করার জন্য সকল ব্যাবসায়ী একমত হয়ে আজ সভা করেছে। পরে সকল ব্যাবসায়ীর মতামতে তাদের নিরাপত্তার স্বার্থে প্রত্যেক দোকানে বাঁশি ও লাঠি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
এবং তারা সিদ্ধান্ত নেয় কোন অপ্রীতিকর সন্ত্রাসী কার্যক্রম কেউ ঘটানোর চেষ্টা করলে প্রথমে আইনশৃংখলাবাহিনীকে জানানো হবে। পাশাপাশি ব্যবসায়ীরাও সকলে ঐক্যবদ্ধ হয়েছে।
সভা শেষে ব্যাবসায়ীরা লাঠি বাঁশি নিয়ে বাজারের ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাজারে মহড়া দিয়ে সকল ব্যাবসায়ীদের খোঁজখবর নেয়।
পরে সভা শেষে সকল ব্যাবসায়ী দ্বিগুবাবু বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব রুহুল আমিনের কাছে গিয়ে তাদের সভা ও সিদ্ধান্তের বিষয়গুলি অবহিত করেন।

তাদের কথা শুনে সকল ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের পাশে থাকার আশ্বাস দেন ব্যাবসায়ী সংগঠনের সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।
ব্যাবসায়ীরা জানায়, এই কর্মসূচীর মাধ্যমে সকল ব্যাবসায়ীকে একতাবদ্ধ করার সহ এই কার্যক্র পুরো বাজারে ছড়িয়ে দেয়া হবে।
এ বিষয়ে সাধারন ব্যাবসায়ীরা জানান, মাথার ঘাম পায়ে ফেলে ব্যাবসায়ীরা রুটি ভাতের যোগান দিতে হিমশিম খায়। এ অবস্থায় নামধারী ছিচকে সন্ত্রাসীরা চাঁদার টাকার জন্য ব্যাবসায়ীদের নানা ভাবে নাজেহাল করে আসছে।
এখন থেকে আর কাউকে ছাড় দেওয়া হবে না। এসব চাঁদাবাজদের শায়েস্তা করতে একটি বাঁশির ফুই যথেষ্ট। আমরা সকল ব্যাবসায়ী ঐক্যবদ্ধ আছি। #
