সভা / কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সলের নির্দেশে ইউনিয়ন জনসভা কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকালে ফতুল্লার বাংলাবাজার ডাইং সংলগ্ন বালুর মাঠ এলাকায় কাশিপুর ইউনিয়ন জাকের পার্টি ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ জনসভা ।
উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল।
প্রধান অতিথির বক্তব্যে মুরাদ হোসেন জামাল বলেন, যদি জনগণের স্বার্থে রাজনীতি করত, তাহলে আজও রাষ্ট্রীয় ক্ষমতায় থাকত। কিন্তু তারা জনগণের জন্য নয়, নিজেদের দল ও নেতা-কর্মীদের জন্য রাজনীতি করেছে বলেই ক্ষমতায় টিকে থাকতে পারেনি। জাকের পার্টি ত্যাগের রাজনীতি করে, আর ত্যাগীরাই জনগণের কল্যাণের দিকে তাকাবে—এই শিক্ষা আমাদের চেয়ারম্যান নেতাকর্মীদের দিয়েছেন। জাকের পার্টি ত্যাগের পার্টি, অন্য সব ভোগের পার্টি। ভোগের কারণে আজ অনেক দলের অস্তিত্ব নেই, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। আর ত্যাগের কারণে মানুষ আগামী নির্বাচনে গোলাপ মার্কাকে বিজয়ী করবে।”
তিনি আরও বলেন, জাকের পার্টি জনগণের কল্যাণে রাজনীতি করে। গত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিল তারা দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারেনি। আজ দেশে ৮ লাখ কোটি টাকার বাজেট হয়, যার হিসাব অনুযায়ী প্রতিটি জেলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ আসার কথা। সমানভাবে ভাগ হলে প্রতিটি উপজেলায় বড় বড় মেডিকেল হতো, শিক্ষার হার বাড়ত এবং অর্থনৈতিক সচ্ছলতা আসত।
কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে জনসভায় আরও উপস্থিত ছিলেন- জাকের পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের সাধারণ সম্পাদক মোরশেদ হাসান জামাল, ছাত্র ফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম, সদস্য সাহিন আহমেদ ও হাবিবুর রহমান। এছাড়াও মহিলা ও ছাত্রী ফ্রন্টসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। #