শিশুদের টেনে নিয়ে হাসপাতালে নয় স্কুলেই করোনা টিকা দিতে হবে – মেয়র ডা. আইভী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শিশুদের করোনা টিকা হাসপাতালে নয় স্কুলে দেওয়ার কথা জানালেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।শিশুদের হাসপাতালে টেনে না নিয়ে এখন থেকে স্কুলে করোনা টিকা দেওয়ার ব্যাবস্থা করতে সিভিল সার্জন সহ সংশ্লিষ্টদের প্রতি আহবান করেন মেয়র আইভী। ৯ নভেম্বর সকালে নারায়নগঞ্জ শহরে প্রিপারেটরি স্কুলে শিশুদের মধ্যে টিকাদান কর্মসুচি মার্কিন রাষ্ট্রদূতের পরিদর্শন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন।এসময় তিনি আরো বলেন, করোনা মোকাবেলায় নিয়মিত টিকাদান কর্মসূচী (ইপিআই) এ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এগিয়ে থেকে টিকাদান শতভাগ নিশ্চিত করায় মার্কিন রাষ্ট্রদূত প্রসংসা করায়, তিনি মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ধন্যবাদ জানান।এসময় মেয়র আইভী গণমাধ্যমের কাছে বলেনমার্কিন রাষ্ট্রদূত সিটি কর্পোরেশনের ডাটা দেখে প্রশংসা করে বলে গেলেন (ইপিআই) প্রজেক্টে আমরা এগিয়ে আছি। সিটি কর্পোরেশন কেভিটের ক্ষেত্রে বরাবরই এগিয়ে ছিলাম এখনও আমরা এগিয়ে আছি। এ কাজে আমাদের লজিস্টিক সাপোর্ট দিচ্ছেন সকলে, এর মধ্যে জেলা প্রশাসন, সিভিল সার্জন, ইউকে এইড, ব্রাক। এসব প্রতিষ্ঠান সকলে মিলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন করোনায় নিয়মিত টিকাদান কর্মসূচী (ইপিআই) বড়দের টিকাদন শতভাগ নিশ্চিত করে টার্গেট পূরন করেছি।স্কুল পর্যায়ে শিশুদের করোনা টিকাদান শতভাত পূরনের পথে রয়েছে। পথ শিশু সহ যাদের টিকা নেওয়া বাকি আছে দ্রুত তাদের টিকার আওতায় আনা হবে। শুধু সিটি কর্পোরেশন এলাকায় নয় এর বাইরে থেকেও শিশুরা এসে টিকা নিচ্ছে। এসময় তিনি শিশুদের স্কুলে টিকা দেওয়ার বিষয়ে বলেন, আমি সিভিল সার্জনের সাথে কথা বলবো, শিশুদের স্কুল থেকে হাসপাতালে টেনে নিয়ে টিকা দেওয়ার কোন যুক্তিকতা নেই। আমি সিভিল সার্জনকে অনুরোধ করবো শিশুদের স্কুলেই করোনা টিকা দেওয়ার ব্যাবস্থা করতে।এসময় শিশুদের টিকাদান কর্মসূচী পরিদর্শন অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সাথে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সহ অন্যান্য কর্মকর্তা।#