শিরোনাম
অপসারণের দাবি / আর,পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিস্ট দুই শিক্ষককে অপসারনের আন্দোলন অব্যাহত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর দুই শিক্ষকের অপসারনের দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন ফুঁসে উঠছে। এ দুই শিক্ষক নিজেদের রক্ষা করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে এক ছাত্রীর রক্ত জড়িয়েও ক্ষান্ত হচ্ছে না। আন্দোলন দমাতে শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দিয়ে নানা রকম ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গত ৫ নভেম্বর প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল এসোসিয়েশন অব বাংলাদেশ ( PUNAB) নামের ফেসবুক পেইজে ফ্যাসিস্ট আওয়ামীলীগ এর দোসরদের দ্বারা R.P Shaha University এর আইন বিভাগ এর শিক্ষার্থীদের আবারও রক্ত ঝড়লো। শিরোনামে একটি স্ট্যাটাস দেওয়া হয়।
এতে লেখা হয়
ড. সেলিনা আক্তার, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক এবং আরিফুর রহমান সাবেক ছাএলীগ নেতা ঢাকা ইউনিভার্সিটি, এবং সেলিনার প্রধান সহোযোগী। জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থানের সময় স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় মগবাজার এলাকায় অস্ত্রসহ ছাত্র-জনতার বিরুদ্ধে প্রকাশ্যে শোডাউন করেন। তারা শুধু আওয়ামী সন্ত্রাসী কার্যকলাপের সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন না, বরং সেলিনা আক্তার নারায়ণগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন লাভ করেন। ৫ আগস্ট পরবর্তীতে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করতে বাধ্য হয়।
কিন্তু দুঃখজনকভাবে, পর্বরতী সেই ফ্যাসিস্ট দোসর ড. সেলিনা আক্তারকে নারায়ণগঞ্জের একমাত্র বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আর.পি. সাহা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরর্বতী ৩১/৮/২০২৫ইং তারিখে এই দুই ফেস্টিট কে শিক্ষার্থীদের আন্দোলনের মূখে অপসারণ করে R.P Shaha University অথরিটি। ,পরবর্তী তে বিগত ২/১১/২৫ ইং তারিখে তাদের পুনরায় তাদের পোস্টে নিয়োগ করা হলে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করে।

পরবতীতে তাদের বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার আমিত সাহা সহ অনেকেই এই দুই অপরাধীদের সহোযোগিতায় করে এবং তাদের পুনরায় বহাল রাখতে চায় এবং শিক্ষার্থীদের বহিস্কৃত করার হুমকি দেয়। পরর্বতী সময়ে শিক্ষার্থীদের আন্দোলন কে প্রতিহত করতে সেলিনা ও তার বিশ্ববিদ্যালয়ের বাহিনী দ্বারা এক নারী শিক্ষার্থীকে বেদরক মারপিট করা হয়,এবং আন্দোলনে নেতৃত্ব দেওয়া সকল শিক্ষার্থীদের বহিষ্কার হুমকি প্রদান করা হয়।
আমরা এই পুনরায় নিয়োগের তীব্র নিন্দা জানাই এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—জুলাই গণঅভ্যুত্থানবিরোধী, ফ্যাসিস্ট সহযোগী ড. সেলিনা আক্তার আরিফ গং দের ২৪ ঘন্টার মধ্যে তাদের দায়িত্ব থেকে অপসারণ করতে হবে এবং গ্রেফতার এর মাধ্যমে আইনানুগ বিচারের আওতায় আনতে হবে অন্যথায় বিশ্ববিদ্যালয়কে এর সম্পূর্ণ দ্বায় গ্রহন করতে হবে।

গত ৩০ আগস্ট Private University National Association of Bangladesh -PUNAB এর ফেসবুক পেইজে অপর একটি স্ট্যাটাসে প্রকাশ করা হয়,”মিস্টার আরিফ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রাক্তন কর্মী এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রোক্টর। আরিফ ছিলেন, ড. সেলিনার মূল সহযোগী। জুলাই ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি পক্ষপাতমূলক আচরণ ও হয়রানির অভিযোগ রয়েছে। তিনিও পুলিশের সহযোগিতা করেন। ছাত্রদের বিরুদ্ধে মামলা করতে। আরিফ ও সেলিনা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা করেন। সেলিনার সাথে আরিফের বিরুদ্ধেও মামলা দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আরিফ ও সেলিনার কুকর্মের জন্য, হাসিনার পতনের পর স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন মুখে সরে যেতে বাধ্য হন। এখন তিনি আর. পি. সাহা বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর হিসেবে পুনর্বাসন হয়েছেন।
R. P. Shaha University অথরিটিকে আমরা আবারও জানাচ্ছি আওয়ামিলীগ রিফর্ম করবেন না। উপরোক্ত আওয়ামী ফ্যাসিবাদী দলের লোকদের আমাদের দেওয়া সময়ের মধ্যে বহিষ্কার করে আইনের আওতায় তুলে দিতে হবে। অন্যথায় এর দ্বায়ভার আপনাদের নিতে হবে।#



