শিরোনাম
ঢাকার যুবলীগের মহাসমাবেশে খান মাসুদের নেতৃত্বে বিশাল মিছিল শোডাউন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ঢাকায় যুবলীগের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপনে নারায়ণগঞ্জ থেকে যুবলীগ নেতা খান মাসুদের নেতৃত্বে যুব মহাসমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগ দিয়েছে নেতাকর্মীরা। আজ শুক্রবার ১১ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবকীগ নেতা খান মাসুদের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে নেতা কর্মীরা সমাবেশে যোগদান করেন । নেতৃত্বে বিশাল মিছিল শোডাউন করে তারা ঢাকার উদ্যেশ্যে রওয়ানা হয়। এসময় শো ডাউন মিছিলে যুবলীগের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে রংবেরংয়ের ব্যানার ফেস্টুন দেখা যায়। এসময় যুবলীগের নেতা-কর্মীরা যুবলীগের ৫০ বছর সুবর্ণজয়ন্তী উদযাপনে আনন্দ, উচ্ছ্বাস ও উদ্দীপনা প্রকাশ করে। #