শিরোনাম
বুড়িগঙ্গায় উদ্ধার মরদেহ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা দূুরন্ত বিপ্লব
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ শনিবার বুড়িগঙ্গা নদীর উত্তর কেরাণীগঞ্জ পানগাওঁ এলাকা থেকে অজ্ঞাত(৪০) যুবকের উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেছে। তার নাম দূুরন্ত বিপ্লব। সে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও কৃষি খামারি।
গত শনিবার দুপুরে বুড়িগঙ্গা নদীর উত্তর কেরাণীগঞ্জ পানগাওঁ এলাকা থেকে অজ্ঞাত(৪০) এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারের হাসপাতাল(ভিক্টোরিয়া) মর্গে পাঠায় পুলিশ পাগলা নৌ-পুলিশ।
এ বিষয়ে পাগলা নৌ-ফাঁড়ির উপ-পরিদর্শক শাহজাহান আলী জানান, নিহতের পড়নে সাদা হাফ হাতা ফতুয়া, আকাশী রঙের সাদা স্টাইপের প্যান্ট ও পায়ে মুজা পড়া ছিল। পুলিশ ধারণা করেছে লাশটি তিন-চার দিন আগের হবে।
আজ তার পরিবার এসে দূুরন্ত বিপ্লবের মরদেহ সনাক্ত করে। তার পরিবার জানায়, দূুরন্ত বিপ্লব কেরানীগঞ্জে এখটি খামার পরিচালনা করতো। সে কেরানীগঞ্জেই বসবাস করতো। বুড়িগঙ্গানদীতে ট্রলার পার হওয়ার সময় দুই ট্রলারের ধাক্কায় সে নদীতে পড়ে নিখোঁজ ছিল।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। #