শিরোনাম
ছাত্রদল নেত নয়ন হত্যার প্রতিবাদে রূপগঞ্জে ছাত্রদলের মিছিল
রূপগঞ্জ প্রতিবেদকঃ কুমিল্লায় বিএনপির গণসমাবেশের লিফলেট বিতরণকালে পুলিশের গুলিতে ছাত্রদলের সহ-সভাপতি নয়ন হত্যার প্রতিবাদে রূপগঞ্জে জেলা ছাত্রদলের ব্যানারে এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। ২০ নভেম্বর রবিবার বিকাল সাড়ে ৪ টায় উপজেলার কাঞ্চন হাইওয়ে সড়কে মিছিল বের করে। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নাহিদ হাসান ভুইয়ার নেতৃত্বে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব মাসুম বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শরীফ হোসাইনসহ প্রমুখ। এ সময় তারা নয়ন হত্যার প্রতিবাদে বিভিন্ন শ্লোগান দেয়। #