খালেদা দুইটি শর্তে মুক্ত | ১০ ডিসেম্বর সমাবেশে আসলে শর্ত মিথ্যা প্রমান হবে-আইনমন্ত্রী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়াকে দুইটি শর্তে কারাগার থেকে মুক্ত করা হয়েছে, তার মুক্তির ব্যাপারে বিএনপির দাবি অযৌক্তিক। আগামি ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে বেগম খালেদা জিয়া অংশগ্রহণ করলে তার মুক্তির আবেদনের দুইটি শর্ত মিথ্যা বলে প্রমানিত হবে। রাতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি’র বীর মুক্তিযোদ্ধা সেলিম ওসমান বার ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, জেলে থাকা কালীন তার পরিবার থেকে চিকিৎসা করার জন্য আবেদন করা হয়। প্রধানমন্ত্রীর মহানুভবতায় ৪০৮ ধারায় দণ্ডাদের্শ স্থগিত করে দুই শর্তে তাকে মুক্তি দেয়া হয়। স্বাধীনতা বিরোধী শক্তি সোচ্চার। বঙ্গবন্ধকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল। হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশকে হত্যা করা। আজকে শেখ হাসিনার সরকারের কারণে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়ন থামিয়ে দিতে চাইছে। ষড়যন্ত্রের মধ্যে অনেক কিছুই থাকতে পারে।এসময় আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান, ৪-আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান, জেলা প্রশাসক মোঃ মঞ্জুরুল হাফিজ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো, শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা ও বিকেএমইএ‘র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম সহ আইনজীবী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা।#