কাজল-রানীদের দুর্গাপূজা
বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী কাজল ও রানী মুখার্জি। কাজের সূত্রে মুম্বাই শহরে থাকলেও এখনো দুর্গাপূজা আসলেই উৎসবে মেতে ওঠেন তারা।মুম্বাইয়ের সবচেয়ে পুরোনো ও অভিজাত দুর্গাপূজার মণ্ডপ তৈরি হয় মুখার্জি বাড়িতে। পরিচালক আয়ান মুখার্জির বাবা দেব মুখার্জির তত্ত্বাবধানে এই পুজার আয়োজন হয়। সম্পর্কে কাজল-রানীদের চাচা তিনি। তাই দুর্গাপূজার এই সময়টাতে তনুজা, কাজল, রানী মুখার্জিসহ বলিউডের প্রথম সারির তারকারা এতে অংশ নেন।করোনা মহামারির কারণে গত কয়েক বছর দুর্গাপূজা আয়োজনে অনেক বিধি নিষেধ ছিল। তবে এবার জাঁকজমকভাবেই আয়োজন চলছে। পূজার আয়োজনে যোগ দেন কাজল। তার সঙ্গে এই অভিনেত্রীর বোন তানিশা মুখার্জিও ছিলেন। পূজা মণ্ডপে এসে আত্মীয় ও বন্ধুদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এই অভিনেত্রী। শুধু তাই নয়, কাজলের ছেলে যুগ অতিথিদের প্রসাদ পরিবেশন করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে কাজল লিখেছেন, ‘আমার ছেলের পূজার পরিবেশন দেখে গর্ব হচ্ছে। ভুল ঠিক ব্যতিরেকে ঐতিহ্য এভাবেই প্রবাহিত হচ্ছে।’অভিনেত্রী রানীও মুখার্জি বাড়ির পূজার মণ্ডপে হাজির হয়েছিলেন। তার পরনে ছিল সবুজ রঙের শাড়ি। চুলের খোপায় ছিল সাদা ফুল। তিনিও সবার সঙ্গে পূজার শুভেচ্ছা বিনিময় করেন।