শিরোনাম
উত্তেজনা পরিস্থিতি যুদ্ধে পরিনত / ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত


নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ পাকিস্তানের কমপক্ষে তিন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। বুধবার (৭ মে) প্রথম প্রহরে এ হামলা চালানো হয়েছে বলে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন।

তিনি বলেছেন, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফ্ফরাবাদে কাপুরুষোচিত এ হামলা চালিয়েছে ভারত। খবর ডনের।
অন্যদিকে ভারত জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দুর’ শুরু করেছে। এর আওতায় পাকিস্তান ও পাকিস্তাননিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের নয়টি স্থাপনায় হামলা চালনো হয়েছে।
ভারত সরকার বুধবার এক বিবৃতিতে দাবি করেছে, পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে নিশানা করা হয়নি।
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ও আহতের সংখ্যা জানালো পাকিস্তান
ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে কমপক্ষে আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। খবর ডন ও বিবিসি
ভারতের এই ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় দুই পাকিস্তানি নিখোঁজ রয়েছেন বলে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালকের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।
পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।
গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এ হামলা চালাল ভারত।
রাত ১টার পর পাকিস্তানের এআরউয়াই নিউজকে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক বলেন, ‘কাপুরুষ শত্রু ভারত এখন থেকে কিছু সময় আগে ভাওয়ালপুরের আহমেদ ইস্ট এলাকার সুবহান্নাল্লাহ মসজিদ, কোটলি ও মুজাফ্ফরবাদের অন্তত তিন জায়গায় বিমান হামলা চালিয়েছে।’ হামলাগুলো ভারতের আকাশসীমা থেকে চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পাকিস্তান এর সমুচিত জবাব দেবে উল্লেখ করে দেশটির এই সেনা কর্মকর্তা বলেছেন, ‘এই ঘৃণ্য উসকানি জবাব ছাড়া পার পাবে না।’
হামলার বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ভারত
অপারেশন সিন্দর সম্পর্কে বুধবার (৭ মে) সকাল ১০টায় একটি সংবাদ সম্মেলন করবে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে অপারেশন সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে আশা করা হচ্ছে। তবে এরই মধ্যে একটি বিবৃতি দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলার বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন করবে ভারত।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের অভ্যন্তরে গভীরতম হামলা চালানো হয়েছে। পাকিস্তান এবং দেশটির অধিকৃত জম্মু ও কাশ্মীর শিবিরগুলোয় চালানো এই হামলা সফল হয়েছে। পাঁচ দশকেরও বেশি সময় ধরে পাকিস্তানি ভূখণ্ডের মধ্যে এটি নয়াদিল্লির উল্লেখযোগ্য সামরিক অভিযান।
ভারতের পেহেলগামে হামলার শিকারদের প্রতিশোধ নেয়ার জন্য এবং ভারতে হামলার পরিকল্পনা ও তা বাস্তবায়নে সংশ্লিষ্ট জইশ-ই-মোহাম্মদ (জেইএম) এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি) নেতাদের নির্মূল করার জন্য এ হামলা চালানো হয়েছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, কিছুক্ষণ আগে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দর’ পরিচালনা করে পাকিস্তান এবং পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে থাকা শিবিরগুলোয় আঘাত হেনেছে। এসব শিবিরগুলো থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা হতো এবং নির্দেশ দেয়া হয়েছিল।
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের পদক্ষেপগুলো কেন্দ্রীভূত, পরিমাপিত ও কোনো ধরনের উসকানিমূলক নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্য নির্বাচন এবং মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য প্রদর্শন করেছে ভারত।
একটি সূত্র জানিয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী সমন্বিত অভিযানে নয়টি শিবিরে সফলভাবে আঘাত করেছে। এর মধ্যে চারটি পাকিস্তানের এবং পাঁচটি জম্মু ও কাশ্মীরে। এই অভিযান যৌথভাবে পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী।
মঙ্গলবার (৬ মে) রাতে ভারতীয় সেনাবাহিনী জানায়, জম্মু ও কাশ্মীরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এবং আন্তর্জাতিক সীমান্ত (আইবি) এলাকায় কোনো কারণ ছাড়াই পাকিস্তান সেনাবাহিনী গুলি চালিয়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করলে এতে তিনজন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এ ব্যাপারে ভারত জানিয়েছে, পাকিস্তানের এই হামলার জবাব দিচ্ছে তারা।
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা: তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় যা বললেন ট্রাম্প
পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ ঘটনা হিসেবে উল্লেখ করেছেন। খবর বিবিসি
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার (৬ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘ওভাল অফিসে প্রবেশ করার সময়ই আমরা এই খবর পেয়েছি। আমি শুধু আশা করি, বিষয়টি খুব দ্রুতই শেষ হবে।’
এর আগে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে বেশ কয়েক জন নিহত ও আহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ভারত সরকার জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিন্দূর’ নামে একটি সামরিক অভিযান পরিচালনা করেছে।
ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ‘এই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে অবস্থিত অন্তত নয়টি সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালালো পাকিস্তান
ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়েছে পাকিস্তান। মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে মিসাইল ছোড়ে ভারত। এর জবাবে তাৎক্ষণিকভাবে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালানো শুরু করে ইসলামাবাদ। দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র সরকারি টিভি চ্যানেল পিটিভিকে জানিয়েছেন, ভারতীয় সেনাদের ব্রিগেড সদরদপ্তরে হামলা চালিয়ে এটি ধ্বংস করা হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউন
এছাড়া সীমান্ত রেখার (এলওসি) দুদনিয়াল সেক্টরে মিসাইল ছুড়ে ভারতীয় সেনাদের একটি চৌকি ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
এরআগে পাকিস্তানের ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, ভারত মধ্যরাতে তাদের পাঁচটি জায়গায় মিসাইল হামলা চালিয়েছে। এতে তিনজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম জিও নিউজকে ভারতের হামলার ক্ষয়ক্ষতি নিয়ে তিনি বলেছেন, “কোটলি, ভাওয়ালপুরের পূর্ব আহমেদপুর, বাঘ, মুজাফ্ফরাবাদ এবং মুরদিকেতে হামলা চালানো হয়েছে। এরমধ্যে পূর্ব আহমেদপুরে আমরা এক শিশু নিহত হওয়ার তথ্য পেয়েছি। সেখানে ১২ জন আহত হয়েছে। অপরদিকে কোটলিতে দুই বেসামরিক মানুষ মারা গেছেন।”
আহমেদপুর এবং কোটলির দুটি মসজিদে ভারতের মিসাইল আঘাত হেনেছে দাবি করে এ সামরিক কর্মকর্তা বলেছেন, ‘মসজিদের ওপর এসব হামলা প্রমাণ করে এগুলো আরএসএসের হিন্দুত্ববাদীর মতাদর্শ। কারণ তারা মসজিদে হামলা চালিয়েছে।’
অপরদিকে আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফ্ফরাবাদে একটি রাস্তায় মিসাইল আঘাত হেনেছে। সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।
ভারতীয় সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘অপারেশন সিন্দুর’ নামের অভিযানে পাকিস্তানের ৯টি জায়গায় হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এই হামলায় সশস্ত্র বাহিনীর অবকাঠামো লক্ষ্য করা হয়েছে; পাকিস্তানের সেনা সদস্যদের ওপর কোনো হামলা চালানো হয়নি।
বিবৃতিতে তারা বলেছে, ‘কিছুক্ষণ আগে, ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করেছে। পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত জম্মু-কাশ্মিরে সন্ত্রাসীদের অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। যেখান থেকে ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয়েছে। সব মিলিয়ে ৯টি জায়গায় আঘাত হানা হয়েছে।’
পাকিস্তানের আছে ১৫০টি পরমাণু বোমা, ভারতের কত?
ভারতশাসিত কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার জেরে গত কয়েক দিন ধরে প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। এ হামলার জন্য ভারত সরাসরি দায়ী করেছে পাকিস্তানকে। ৪৮ ঘণ্টার মধ্যে ভারতে থাকা পাকিস্তানিদের দেশে ফিরে যেতে বলেছে ভারত। পাকিস্তানও সে দেশে থাকা ভারতীয়দের অবাঞ্চিত ঘোষণা করেছে। বহিষ্কার করেছে ভারতীয় কূটনীতিকদের। যেকোনো সময় যুদ্ধ বেধে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা।
যদি যুদ্ধ বেধেই যায়, কার জয়ের সম্ভাবনা কতটুকু, তা নিয়েও শুরু হয়েছে বিশ্লেষণ। আলোচনা চলছে কার কত সামরিক ক্ষমতা, তা নিয়েও।
ডিফেন্স সিকিউরিটি এশিয়া জানিয়েছে, ১২৭ কোটি জনসংখ্যার দেশ ভারতের বর্তমান সামরিক বাজেট প্রায় ৭৯ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ১৯ কোটি মানুষের দেশ পাকিস্তানের সামরিক বাজেট ১০ থেকে ১২ বিলিয়ন ডলার।
পরমাণু বোমা
ডিফেন্স সিকিউরিটি এশিয়ার হিসাবে ভারতের হাতে রয়েছে ১৩০ থেকে ১৪০টি পরমাণু অস্ত্র। আর পাকিস্তানের হাতে রয়েছে ১৪০ থেকে ১৫০টি।
সৈন্য সংখ্যা
ভারতের সক্রিয় সৈন্য সংখ্যা ২১ লাখ ৪০ হাজার। রিজার্ভে রয়েছে ১১ লাখ ৫৫ হাজার সৈন্য। এছাড়াও, যুদ্ধকালীন পরিস্থিতিতে মিলবে ৩১ কোটি সেনা।
অপরদিকে, পাকিস্তানে সক্রিয় সৈন্য রয়েছে ৬ লাখ ৫৩ হাজার। রিজার্ভে রয়েছে ৫ লাখ ১৩ হাজার সৈন্য। যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশটিতে মিলবে ৪ কোটি সেনা।
স্থলবাহিনী
ভারতের স্থলবাহিনীর হাতে রয়েছে ৪ হাজার ৬১৪টি ট্যাঙ্ক। সামরিকযান রয়েছে ৫ হাজার ৬৮১টি। রকেট আর্টিলারি রয়েছে ২৯২টি।
পাকিস্তানের স্থলবাহিনীর রয়েছে ২ হাজার ৭৩৫টি ট্যাঙ্ক। সামরিকযান রয়েছে ৩ হাজার ৬৬টি। রকেট আর্টিলারি রয়েছে ১৩৪টি।
ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়
বিমান বাহিনী
ভারতের যুদ্ধবিমান রয়েছে ২ হাজার ২১৬টি। এগুলোর মধ্যে রয়েছে রাশিয়ায় তৈরি মিগ-২১, মিগ-২৭, মিগ-২৯, সুখোই-৩০এমকেআই, ব্রিটেন-ফ্রান্সের তৈরি জাগুয়ার এবং ফ্রান্সের তৈরি মিরেজ ২০০০।
পাকিস্তানের যুদ্ধবিমান রয়েছে ১ হাজার ১৪৩টি। এগুলোর মধ্যে রয়েছে চীনের তৈরি এফ-৭পিজি এবং যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ ফেলকন।
নৌবাহিনী
আমর্ডফোর্সেসের হিসাবে ভারতের নৌবাহিনীর রয়েছে ১৫টি সাবমেরিন, ১৫টি ফ্রিগেট, ১১টি ডেস্ট্রয়ার এবং বিমানবহনকারী জাহাজ ২টি।
অন্যদিকে পাকিস্তানের রয়েছে ৫টি সাবমেরিন এবং ৯টি ফ্রিগেট।
গত ২২ এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত হন ২৬ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার স্থানীয় শাখা দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট।#
