কোন বাঁধাই দমাতে পারবেনা | গণসমাবেশ জনসমুদ্রে পরিনত হবে – তৈমূর
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ১০ ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ নিয়ে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেস্টা এ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, দেশে সরকার এখন আইনের বাম হাত ( The Left hand of The Law) জারি করছে। আগামী নির্বাচনে বিনা ভোটে সরকার গঠন করার লক্ষ্যে আওয়ামীলীগ সরকার জনগনের অধিকার খর্ব করেছে। পুলিশি রাস্ট্র জারি করেছে। নেতাকর্মীদের বিভিন্ন মামলায় কোনঠাসা করে রেখেছে। বিএনপির গণসমাবেশে নারায়ণগঞ্জ থেকে কয়েক লাখ নেতাকর্মী ঢাকায় যোগ দিবে এরই মধ্যে ৫০/৬০ হাজার নেতাকর্মী নারায়ণগঞ্জ থেকে গিয়ে ঢাকায় তাদের আত্মীয় স্বজনের বাড়িতে অবস্থান করছে। ইনশাল্লাহ একটি সফল গণসমাবেশ হবে। জনগনের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি’র নেতাকর্মীরা রাজ পথে বলিষ্ঠ ভূমিকা রাখবে। সাথে আমজনতা রাজপথে এসে এ দূর্নীতিগ্রস্ত সরকারের বিদায় ঘন্টা বাজাঁবে।কোন বাঁধা প্রতিবন্ধকতা বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখতে পারবে না। ঢাকার গণসমাশের বিশাল জনসমুদ্রে পরিনত হবে। এ কারনেই সরকার ভয় পেয়ে নানা রকম প্রতিবদ্ধকতা সৃস্টির চেস্টা করছে। এসব করে কোন লাভ হবে না। বিএনপি’র তৃনমূল নেতৃবৃন্দ এখন ঐক্যবদ্ধ। আমাদের বাঁচা মরা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে রাজপথ প্রকম্পিত হবে বলিষ্ঠ আন্দোলনের মাধ্যমে। আগামীতে বিএনপিকে ক্ষমতায় বসাতে চায় দেশবাসি। বিএনপি সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করে মানুষের সকল অধিকার ফিরিয়ে আনবে। #