শিরোনাম
প্রধানমন্ত্রী ত্বকীর হত্যাকারীদের পক্ষ নিয়ে ১০ বছর হত্যার বিচার বন্ধ রেখেছে – রফিউর রাব্বি
নারায়ণগঞ্জে খবর প্রতিবেদকঃ ত্বকী হত্যার ১১৭ মাস উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রতি মাসের ন্যায় আলাক প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল সন্ধায় শহরের আলী আহাম্মদ চুনকা মিলনায়তন প্রঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সহ সভাপতি ধীমান সাহা জুয়লর সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক শাহীন মাহমুদর সঞ্চালনায় এ অনুষ্ঠান বক্তব্য রাখেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাবি, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রথীন চক্রবর্তী, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি এড. জিয়াউল ইসলাম কাজল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাসদ জেলা সংগঠক এস.এম কাদির, গণসংহতি আন্দোলন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা প্রমুখ। রফিউর রাবি বলন, সরকার বিচার ব্যবস্থাকে ধংস করছে, জনগণের মৌলিক অধিকার লুন্ঠন করছে, রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানক প্রশ্নবিদ্ধ করে প্রতিনিয়ত সংবিধানকে লঙ্ঘন করে চলছে। স্বৈরশাসন যখন ক্ষমতায় যায় তখন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বাধা হয়ে দাঁড়ায়। সে জন্য সরকার এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস ও দলীয়করণ করতে গিয়ে জনগণের বিপক্ষে দাঁড় করিয়ে দেয়। আমাদের দেশে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে। মানুষের জীবনের নিশ্চয়তা নেই। মানুষ খেয়ে-পরে বাঁচতে পারছে না।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ত্বকীর হত্যাকারীর পক্ষ নিয়েছেন। ১০ বছর ধরে এ বিচার বন্ধ করে রেখেছেন। এই ন্যাক্কারজনক বিষয়গুলো নিয়ে মুখোমুখি হতে হচ্ছে। দেশের মানুষকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেনি, তাদের জীবন দুর্বিষহ করে তুলেছে। আজকের লড়াই রাজনৈতিক সংগঠনের শুধু নয় মানুষের বাঁচা-মরার। যেই পুলিশ, র্যাব, আনসার, বিডিআর মানুষের পাশে থাকার কথা তাদের জনগণের বিপক্ষে দাঁড় করিয়েছে।
তিনি সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ক্ষমতা আপনাদের কত দিন তা আপনারা ভালো করেই জানেন। যাবার আগে অন্তত ভালো একটা কাজের নজির রেখ যান।
সমাবশে বক্তারা ত্বকী সহ সাগর-রুনী, তনু ও নারায়ণগঞ্জের আশিক, চঞ্চল, মিঠু ও ভুলু হত্যার বিচার দাবি করন। #